গান্ধী-স্মৃতি মুছে ফেলার ছক? MGNREGA-র পর এবার ‘হরিজন’ ও ‘গিরিজন’ শব্দ নিষিদ্ধ করল হরিয়ানার BJP সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১০: আগেই ১০০ দিনের কাজ বা MGNREGA প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিয়েছে মোদী সরকার। এবার সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বড় পদক্ষেপ নিল হরিয়ানার (Haryana) বিজেপি সরকার (BJP government)। মহাত্মা গান্ধীর বহুল ব্যবহৃত ‘হরিজন’ এবং ‘গিরিজন’। এবার এই দুটি শব্দ রাজ্যের সমস্ত সরকারি কাজ ও নথিপত্রে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির (Nayab Singh Saini) সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় সংবিধানে তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতিদের (ST) চিহ্নিত করতে ‘হরিজন’ বা ‘গিরিজন’ শব্দ ব্যবহার করা হয়নি। তাই এখন থেকে রাজ্যের কোনও সরকারি নথি, চিঠি বা বিজ্ঞপ্তিতে এই শব্দগুলি আর ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে সংবিধান গ্রাহ্য শব্দ বা ‘দলিত’ শব্দটি ব্যবহার করতে হবে।
ঐতিহাসিকভাবে, মহাত্মা গান্ধী (Mahatma Gandhi) অস্পৃশ্যতা দূর করতে এবং দলিতদের সম্মানে ‘হরিজন’ (ঈশ্বরের সন্তান) শব্দটি ব্যবহার করতেন। ১৯৩৩ সালে তিনি এই নামে একটি পত্রিকাও প্রকাশ করেন। অন্যদিকে, পাহাড়ি বা বনাঞ্চলে বসবাসকারী জনজাতিদের বোঝাতে ‘গিরিজন’ শব্দটি ব্যবহৃত হতো। হরিয়ানা সরকারের যুক্তি, সংবিধানে ডঃ বি আর আম্বেদকর এই শব্দগুলি গ্রহণ করেননি, তাই প্রশাসনিক স্তরে এর ব্যবহার বন্ধ করা হলো।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ দিয়েছে, যা নিয়ে কংগ্রেস দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছে। এই পরিস্থিতির মধ্যে হরিয়ানা সরকারের এমন সিদ্ধান্তে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি শাসিত সরকারগুলি সুপরিকল্পিতভাবে গান্ধীজির স্মৃতি মুছে ফেলার পথেই হাঁটছে?