মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, টুইটারে জানালেন নববর্ষের শুভেচ্ছা

মমতা লেখেন, ‘শুভ নববর্ষ, ১৪২৯। নববর্ষে শুভ আনন্দে জাগো। সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।’

April 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ পয়লা বৈশাখ। ১৪২৮ সালকে বিদায় জানিয়ে ১৪২৯-কে স্বাগত জানানোর দিন। করোনার উদ্বেগ কাটিয়ে তাই আজ উৎসবের মেজাজে গোটা বাংলা। সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুণ্যার্থীদের ঢল। টুইটে নতুন বছরে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যপাল জগদীপ ধনখড়।

টুইটে মমতা লেখেন, ‘শুভ নববর্ষ, ১৪২৯। নববর্ষে শুভ আনন্দে জাগো। সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থ থাকুন, ভাল থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।’ রাজ্যপাল লিখেছেন, ‘পয়লা বৈশাখের শুভেচ্ছা। নতুন বছর আপনার ও আপনার পরিবারের জন্য সুখ, সমৃদ্ধি বয়ে আনুক। বাংলাকে ভয়শূন্য করে তোলার জন্য গুরুদেবের স্বপ্ন সফল হোক, এই কামনা করি।’

বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘পয়লা বৈশাখের শুভেচ্ছা। বিশেষ এই অনুষ্ঠানটি বাঙালির অসামান্য সংস্কৃতিকেই প্রকাশ করে। আমি আশা করি আগামী বছরটি আনন্দ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। আমাদের সব ইচ্ছাপূরণ হোক। শুভ নববর্ষ।’

আজ ভোর থেকে কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠে উপচে পড়া ভিড় চোখে পড়েছে। হাতে পুজোর ডালি, নতুন খাতা নিয়ে মায়ের চরণে পুজো দিতে হাজির ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। বৃহস্পতিবার কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী। রাজ্য তথা দেশবাসীর মঙ্গল কামনা করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen