পুজোয় পুলিশের ছুটি বাতিল, ঘোষণা নবান্নর

জরুরী পরিস্থিতিতে ছাড় পাবেন পুলিশ কর্মীরা।

September 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৯ অক্টোবর ষষ্ঠী। ২ অক্টোবর মহালয়া, তারপর থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন আম জনতা। দুর্গাপুজোর পর রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা। উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে পুজো পরিচালনা করতে পুলিশের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই মর্মে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত এমার্জেন্সি ছাড়া কোনও পুলিশ কর্মীকে ছুটি দেওয়া সম্ভব নয়। পুজোয় ফি বছরই পুলিশের বাড়তি দায়িত্ব থাকে। কলকাতার পুজো মণ্ডপের ভিড় সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে। বাড়তি ফোর্স প্রয়োজন পড়ে। এবার দুর্গাপুজোর আগেই আট দিনের জন্য এই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। লক্ষ্মীপুজো, কালীপুজো ও ছটের জন্য ১ অক্টোবর থেকে একেবারে ৮ নভেম্বর পর্যন্ত কোনও পুলিশ কর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরী পরিস্থিতিতে ছাড় পাবেন পুলিশ কর্মীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen