সমবায় মামলায় অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি পুলিশের

ভাটপাড়া সমবায় ব্যাংকের আর্থিক তছরূপের মামলাতেই এদিন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। এর আগেও একাধিকবার এই ইস্যুতে অর্জুন সিংয়ের বাড়িতে হানা দেন পুলিশকর্মীরা। গ্রেপ্তার করা হয় অর্জুন সিংয়ের ভাইপোকেও।

December 13, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়িতে পুলিশি তল্লাশি। সার্চ ওয়ারেন্টও সঙ্গে ছিল উর্দিধারীদের। তবে তা সত্ত্বেও পুলিশের কাজে প্রথমে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। বেশ কয়েকঘণ্টা ধরে চলে তল্লাশি। পুলিশের আচরণে বিরক্ত বিজেপি সাংসদ।

শনিবারই হালিশহরে এক বিজেপি বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। তাঁকে দেখতেই কল্যাণী হাসপাতালে গিয়েছিলেন বিজেপি সাংসদ। ঘড়ির কাঁটায় তখন সাড়ে আটটা হবে। ঠিক সেই সময় বেশ কয়েকজন পুলিশকর্মী অর্জুন সিংয়ের বাড়িতে এসে পৌঁছয়। সার্চ ওয়ারেন্ট দেখিয়ে বাড়ি তল্লাশি করার কথা জানায় তারা। অভিযোগ, প্রথমে বাধা দেওয়া হয় উর্দিধারীদের। বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি তাঁদের। কোভিডের কারণে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না বলেই জানিয়ে দেন বিজেপি সাংসদের নিরাপত্তারক্ষীরা। তাই বাধ্য হয়ে অর্জুন সিংয়ের বাড়ির সামনেই ছিলেন তাঁরা। পরে রাত দশটা নাগাদ বিজেপি সাংসদ বাড়ি ফেরেন। তারপরই পুলিশকর্মীরা বাড়িতে ঢোকার অনুমতি পান। বেশ কয়েকঘণ্টা ধরে চলে তল্লাশি। ভাটপাড়া সমবায় ব্যাংকের আর্থিক তছরূপের মামলাতেই এদিন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। এর আগেও একাধিকবার এই ইস্যুতে অর্জুন সিংয়ের বাড়িতে হানা দেন পুলিশকর্মীরা। গ্রেপ্তার করা হয় অর্জুন সিংয়ের ভাইপোকেও।

অর্জুন সিং যদিও এই পুলিশি (Police) তল্লাশিতে অত্যন্ত বিরক্ত। তাঁর অভিযোগ, হালিশহরে পুলিশের উপস্থিতিতে তৃণমূল কর্মীরা বিজেপি বুথ সভাপতিকে পিটিয়ে খুন করেছে। সেখানে যাতে অর্জুন সিং উপস্থিত থেকে কোনওভাবে প্রতিবাদে সুর চড়াতে না পারেন, সেই পরিকল্পনাতেই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক মতবিরোধের কারণেই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলেও দাবি বিজেপি সাংসদের। যদিও এ বিষয়ে তৃণমূল কিংবা বারাকপুর কমিশনারেটের পুলিশ কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen