স্বাস্থ্যসাথীর কার্ডেই বাঁচল জীবন, মুখ্যমন্ত্রীকে অকুন্ঠ ধন্যবাদ হতদরিদ্র রোগীণির

সেই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়েছেন।

December 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

স্বাস্থ্যসাথী কার্ড জীবন ফিরিয়ে দিল এক মহিলার। পুরুলিয়ার (Purulia) নিতুড়িয়ার বাউরি পাড়ার হতদরিদ্র অনু বাউরি টাকার অভাবে হার্টের অপারেশন করাতে পারেননি। দিন দিন মৃত্যুমুখে চলে যাচ্ছিলেন অনুদেবী। তিনি জানান, দিনমজুর স্বামী, দিন আনা দিন খাই সংসারে চিকিৎসার টাকা জোগাড় করতে পারিনি। মুখ্যমন্ত্রীর দেওয়া স্বাস্থ্যসাথীর কার্ড (swasthya Sathi Card) নিয়ে দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে হার্টের অপারেশন করান তিনি। বর্তমানে পুরোপুরি আমি সুস্থ আছি বলে জানালেন অনুদেবী। সেই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়েছেন।

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা অনুদেবীর গোটা পরিবার মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) অশেষ ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, পুরুলিয়ার নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ–সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, ‘‌দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচির মাধ্যমে যে‌ স্বাস্থ্যসাথী কার্ড তৈরির কাজ চলছে আমরা সকলের কাছে আবেদন করছি সেখানে যেন সকলে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে নেন।’‌

ভামুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত্রা বাউরি বলেন, ‘‌অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না খবর পেয়ে অনু বাউরিকে স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি করার কথা বলি। সেই কার্ডের জন্যই আজ তিনি জীবন ফিরে পেলেন। বহু গরিব মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসায় সুফল পাচ্ছেন দেখে আমরা মুখ্যমন্ত্রীর জন্য গর্ববোধ করি।’‌ নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সহ–সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর মানবিকতার পরিচয় আরেকবার সামনে এল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen