তাজপুরে বন্দর, হবে বিপুল কর্মসংস্থান

২৫,০০০ কর্মসংস্থান হবে। দুই মেদিনীপুরে ব্যব্সার বিপুল প্রসার ঘটবে।

December 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ মেদিনীপুরের জনসভা থেকে বিপুল কর্মসংস্থানের আশা জোগালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, মেদিনীপুরের বিপুল উন্নয়নের জন্য তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এটি রাজ্যের প্রথম গভীর বন্দর। ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। ২৫,০০০ কর্মসংস্থান হবে। দুই মেদিনীপুরে ব্যব্সার বিপুল প্রসার ঘটবে।

তিনি আরও বলেন, সারা রাজ্যের ১৩% ইস্পাত রপ্তানি বাংলা থেকে হয়। এই বন্দর হলে তা আরও বৃদ্ধি পাবে। মেদিনীপুর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ও জাপানে সি ফুড রপ্তানি হয়, এই বন্দর হলে সি ফুড রপ্তানিও বৃদ্ধি পাবে, এর ফলে লক্ষ লক্ষ মৎস্যজীবি উপকৃত হবেন আর্থিক ভাবে।

তাজপুর বন্দর রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে বর্ণনা করেন মমতা। তার সাফ কথা, বীরভূমে দেওচা পাচমি কয়লা প্রকল্প হচ্ছে। বিভিন্ন জায়গায় কারখানা, আইটি পার্ক হচ্ছে। আমরা সরকারি কর্মচারীদের ৩% ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছি। আইসিডিএস কর্মীদের ১০০০ টাকা এবং সহায়িকাদের ৫০০ টাকা করে বাড়িয়েছি। তপসিলি উপজাতিদের ১০০০ টাকা করে পেনশনের ব্যবস্থা করেছি। আমরা আদিবাসীদের জন্যে জয় জহর প্রকল্প করেছি। ইমামভাতা, পুরোহিত ভাতার ব্যবস্থা করেছি।

মুখ্যমন্ত্রীর আবেদন, আমি চাই আমাদের রাজ্যের ছাত্রদের যাতে বাইরে যেতে না হয়। বাংলায় ফিরে আসুন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen