প্রায় একমাস পর দেশের পজিটিভিটি রেট ১ শতাংশ ছাড়াল, চতুর্থ ঢেউ আসন্ন

টানা ৩৪ দিন পর দেশে ফের দৈনিক করোনা সংক্রমণের হার এক শতাংশের উপরে উঠল।

June 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

টানা ৩৪ দিন পর দেশে ফের দৈনিক করোনা সংক্রমণের হার (Positivity Rate) এক শতাংশের উপরে উঠল। পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যাতেও ব্যাপক বৃদ্ধি হল রবিবার।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১৮ জন। রবিবার এই সংখ্যা ছিল ৪ হাজার ২৭০ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ার পর দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩১ লক্ষ ৮১ হাজার ৩৩৫। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৭৮২।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গিয়েছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৭০১ জন। দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কেরল। কেরলে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পরই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৪ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen