অভিনব আয়োজন কোচবিহারে! শুরু হল ‘আলু উৎসব’
কোচবিহার আলু উৎসব কমিটির উদ্যোগে হওয়া এই অনুষ্ঠান উপলক্ষে এদিন সকালে মদন মোহন মন্দিরে ডালা পুজো দেওয়া হয়

শনিবার থেকে কোচবিহারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আলু উৎসব শুরু হয়েছে। কোচবিহার আলু উৎসব কমিটির উদ্যোগে হওয়া এই অনুষ্ঠান উপলক্ষে এদিন সকালে মদন মোহন মন্দিরে ডালা পুজো দেওয়া হয়। এরপর সেখান থেকে একটি র্যালি বের হয়। এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। আলুকে কেন্দ্র করে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, আলু চাষ সর্ম্পকে আলোচনা, সেই সঙ্গে শুরু হয় আলু প্রদর্শনী। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার চাষিদের উৎপাদিত আলু প্রদর্শিত হয়। কোচবিহারে আলুকে কেন্দ্র করে কী কী শিল্প গড়ে তোলা যায়, আলু চাষকে কী করে উন্নত করা যায়, কৃষকরা কীভাবে আরও ভালো দাম পাবেন তা নিয়ে আলোচনা হয়। রবিবার প্রতিযোগিতার পুরস্কার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।