ফেব্রুয়ারি থেকে শুরু প্রাক্টিক্যাল ক্লাস– ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের

ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই শুরু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের বেশ কিছু বিভাগের প্রাক্টিক্যাল ক্লাস বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

February 2, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পড়ুয়াদের জন্য খুশির খবর শোনালো কর্তৃপক্ষ। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে স্নাতকোত্তর ও গবেষক পড়ুয়াদের জন্য প্রাক্টিক্যাল ক্লাস। সেই প্রাক্টিক্যাল ব্যাচ ভিত্তিক করানো হবে। এক একটি ব্যাচে একটি নির্দিষ্ট সংখ্যক পড়ুয়ারা থাকবেন। তাঁদের টানা ১০ থেকে ১২দিন ধরে ক্লাস করানো হবে। তাঁদের ক্লাস শেষ হলেই পরবর্তী ব্যাচের ক্লাস শুরু হবে। আপাতত এই পরিকল্পনাই নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের এই নোটিশের মাধ্যমেই পরিষ্কার যে, এই ১০-১২ দিনেই সাড়ে তিন মাসের প্রাক্টিক্যাল ক্লাস শেষ হবে। দিন-রাত এক করে করানো হতে পারে ক্লাসগুলি। অর্থাৎ এক এক দিনেই ডাবল শিফট করে করানো হবে প্রাক্টিক্যাল ক্লাস। নিউ নরমালে এমনভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগ প্রাক্টিক্যাল ক্লাস করার পরিকল্পনা নিয়েছে।

করোনা (Covid 19) পরিস্থিতিতে কবে থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে সেই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার জন্য বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছে সরকারের কাছে। যদিও উপাচার্যরা এখনও পর্যন্ত রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে। স্কুলগুলি কবে খুলবে সে বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কিছু জানানো হয়নি। এই ফেব্রুয়ারি মাস থেকে রাজ্যের স্কুল খুলতে পারে বলে জল্পনা চলছে। সে ক্ষেত্রে উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু করানো হতে পারে এমন জল্পনাও শুরু হয়েছে স্কুল শিক্ষা দফতরের অন্দরে।

তবে গত বছরের এপ্রিল মাসের পর থেকেই বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর এবং গবেষক পড়ুয়াদের জন্য প্রাক্টিক্যাল ক্লাস (Practical class)। তার জেরে ছাত্রছাত্রীদের কাছে হাতে-কলমে শেখার জায়গা অনেকটাই নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের একাংশ। বিশেষত গবেষক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের কাছে অনেকটাই সমস্যা তৈরি হচ্ছে বলেই মনে করছেন অধ্যাপকদের একাংশ। তার জন্যই ফেব্রুয়ারি মাসের গোড়া থেকেই শুরু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের বেশ কিছু বিভাগের প্রাক্টিক্যাল ক্লাস বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen