প্রজ্ঞানন্দের কাছে ফের হার কার্লসেনের, ফ্রিস্টাইল দাবায় ইতিহাস গড়লেন ভারতের ১৯ বছরের তরুণ
যদিও নোদিরবেক আবদুসাত্তোরভ ও সিনদারভেরও ছিল সমান পয়েন্ট, টাইব্রেকারে এগিয়ে থেকেই কোয়ার্টার ফাইনালে ওঠেন প্রজ্ঞানন্দ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৪: ফের শিরোনামে ভারতের ১৯ বছর বয়সি গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। লাস ভেগাসে (Las Vegas) আয়োজিত ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট-এ বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে বাজিমাত করলেন এই প্রতিভাবান ভারতীয় তরুণ।
শুধু হারানোই নয়, একেবারে ৩৯টি নিখুঁত চালে ম্যাচ শেষ করেন তিনি। যেখানে কার্লসেনের সঠিক চালের হার ছিল ৮৪.৯ শতাংশ, প্রজ্ঞানন্দের নিখুঁত চালের হার ছিল ৯৩.৯ শতাংশ।
ফ্রিস্টাইল দাবার (Freestyle Chess Grand Slam Tour ) বিশেষত্ব হল, প্রতিটি ম্যাচে ঘুঁটির প্রাথমিক অবস্থান পাল্টে যায়। ফলে কোনও ওপেনিং মুখস্থ করে নামা চলে না। খেলার মুহূর্তে তাৎক্ষণিক বিশ্লেষণ ও কৌশল নির্ধারণই এখানে মূল হাতিয়ার। আর সেখানেই বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে দাঁড়াতেই দিলেন না ভারতীয় তারকা প্রজ্ঞানন্দ।
এই জয় প্রজ্ঞানন্দের কাছে আরও বিশেষ, কারণ এর ফলে তিনিই একমাত্র ভারতীয় দাবাড়ু যিনি ক্লাসিক্যাল, র্যাপিড এবং ফ্রিস্টাইল, তিন ফর্ম্যাটেই বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড়কে হারানোর নজির গড়লেন।
চেস গ্র্যান্ড স্ল্যামের (Chess Grand Slam) হোয়াইট গ্রুপের চতুর্থ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমে কার্লসেনকে পরাস্ত করেন প্রজ্ঞানন্দ। প্রথম চার রাউন্ডে তাঁর সংগ্রহ ছিল ৩.৫ পয়েন্ট। সাত রাউন্ড শেষে তাঁর পয়েন্ট দাঁড়ায় ৪.৫। যদিও নোদিরবেক আবদুসাত্তোরভ ও সিনদারভেরও ছিল সমান পয়েন্ট, টাইব্রেকারে এগিয়ে থেকেই কোয়ার্টার ফাইনালে ওঠেন প্রজ্ঞানন্দ।
অন্যদিকে, গ্রুপপর্বে দুর্দান্ত শুরু করেও হতাশাজনকভাবে শেষ করেন কার্লসেন (Magnus Carlsen)। প্রথম দুই ম্যাচে জয় পেলেও পরের একটি ড্র ও টানা দুই হারে ছন্দ হারান তিনি, যার একটি ছিল প্রজ্ঞানন্দের বিরুদ্ধেই। পরে প্লে-অফেও অ্যরোনিয়ানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান নরওয়ের গ্র্যান্ডমাস্টার।
ম্যাচ শেষে প্রজ্ঞানন্দ বলেন, “এই মুহূর্তে ক্লাসিক্যালের চেয়ে ফ্রিস্টাইল খেলতে বেশি ভালো লাগছে। এখানে অনেক নতুনভাবনার সুযোগ থাকে, আরও বেশি ইম্প্রোভাইজ করতে হয়।”