#Breaking সংসদের বিশেষ অধিবেশন ১৮- ২২ সেপ্টেম্বর: কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী

তবে কেন অধিবেশন ডাকা হয়েছে তা জানাননি মন্ত্রী।

August 31, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি বৃহস্পতিবার এক্স-এ (পূর্বে টুইটারে) পোস্ট করেছেন যে পার্লামেন্টের বিশেষ অধিবেশন (১৭ তম লোকসভার১৩তম অধিবেশন এবং রাজ্যসভার ২৬১তম অধিবেশন) ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৫টি বৈঠকের জন্য ডাকা হচ্ছে, অমৃত কালের মধ্যে সংসদে ফলপ্রসূ আলোচনা এবং বিতর্কের অপেক্ষায়।

তবে কেন অধিবেশন ডাকা হয়েছে তা জানাননি মন্ত্রী।

পার্লামেন্টের আগের, বর্ষাকালীন অধিবেশন, ২০ জুলাই থেকে ১১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধী দল INDIA ব্লকের মধ্যে তীব্র মতবিনিময়ের সাক্ষী হয়েছিল, প্রাথমিকভাবে মণিপুরে জাতিগত হিংসার ইস্যুতে।

INDIA মোদী সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাবও পেশ করেছিল যা শেষ দিনে সহজেই পরাজিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সময় বিরোধীরা লোকসভা থেকে ওয়াক আউট করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen