গীতাপাঠে RSS-র ভিডিয়ো প্রচারে প্রণব মুখোপাধ্যায়ের মুখ! সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৫: আগামী ৭ ডিসেম্বর ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে সমবেত গীতাপাঠ কর্মসূচি (Bhagavad Gita Recitation)। আয়োজক ‘সনাতন সংস্কৃতি সংসদ’, যার নেতৃত্বে থাকছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ (Kartik Maharaj) (স্বামী প্রদীপ্তানন্দ), জগদ্বন্ধু আশ্রমের বন্ধুগৌরব মহারাজ এবং রিষড়া প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দ।
এই কর্মসূচির প্রচারে সক্রিয় হয়েছে আরএসএস (RSS)। তাদের তথ্যকেন্দ্র তথা সংবাদমাধ্যম সম্পর্ক শাখা ‘বিশ্ব সংবাদ কেন্দ্র’-এর দক্ষিণবঙ্গ শাখার ফেসবুক পেজে লাগাতার আহ্বান জানানো হচ্ছে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রচারের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) একটি পুরনো ভিডিয়ো, যেখানে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ প্রসঙ্গে কয়েকটি পঙ্ক্তি আবৃত্তি করছেন, “কুরুক্ষেত্র চিরস্তব্ধ ভীষণ সমর মন্দ্র / অন্তিম নতি লহ ভীষ্মের অস্তোন্মুখ চন্দ্র…”
এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। সাত বছর আগে নাগপুরে আরএসএসের মঞ্চে প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) উপস্থিতিতে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে।
কংগ্রেসের (Congress) এককালের শীর্ষ নেতা হঠাৎই গান্ধী পরিবারের কাছে অস্বস্তির কারণ হয়ে ওঠেন বলে তখন চর্চা হয়েছিল। অন্যদিকে আরএসএসের (RSS) বিভিন্ন মঞ্চ থেকে তাঁর প্রশংসা শুরু হয়। এবার আবার সেই স্মৃতি ফিরিয়ে আনছে আরএসএস (RSS)। হিন্দুত্ববাদী সংগঠনের কর্মসূচির প্রচারে প্রণবের মুখ ব্যবহার করায় অনেকেই বিস্মিত।