প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে – লকডাউনে ঘরে বসেই বর্ষবরণ শিল্পীদের

পয়লা বৈশাখ উপলক্ষ্যে বাংলার বিভিন্ন তরুণ শিল্পী ও সঙ্গীতযন্ত্র বাদকরা মিলে এক অনবদ্য মিউজিক ভিডিও প্রকাশ করলেন। যে গানটি তারা গেয়েছেন সেটি হল, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। বিভিন্ন ঘরানার বাঙালী শিল্পীরাই এই সমবেত সঙ্গীতের ভিডিওটি তৈরী করেছেন।

April 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

পয়লা বৈশাখ উপলক্ষ্যে বাংলার বিভিন্ন তরুণ শিল্পী ও সঙ্গীতযন্ত্র বাদকরা মিলে এক অনবদ্য মিউজিক ভিডিও প্রকাশ করলেন। যে গানটি তারা গেয়েছেন সেটি হল, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। বিভিন্ন ঘরানার বাঙালী শিল্পীরাই এই সমবেত সঙ্গীতের ভিডিওটি তৈরী করেছেন।

দেখুন ভিডিওটি

এই ভিডিওতে অংশগ্রহণকারী কন্ঠশিল্পীরা হলেন, আরশাদ আলি খান, ইমন চক্রবর্তী, দুর্ণিবার সাহা, গৌরব সরকার, উজ্জয়িনী মুখোপাধ্যায়, সায়নী পালিত, রেয়া কুন্ডু, লগ্নজিতা চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, প্রশ্মিতা পাল, অভয় যোধপুরকর, মধুরা ভট্টাচার্য। যন্ত্রশিল্পীরা হলেন, সুরজিত সাহা, ঐন্দ্র কুমার দত্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen