প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল ৩’ খ্যাত প্রশান্ত তামাং, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

January 11, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.২০: প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল ৩’-র বিজয়ী প্রশান্ত তামাং (Prashant Tamang)। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল গায়ক-অভিনেতার। শনিবার রাতে এক অনুষ্ঠান শেষে প্রশান্ত অসুস্থ বোধ করেন বলে খবর। দ্রুত তাঁকে দিল্লির দ্বারকার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক।

১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিঙে জন্ম প্রশান্তের। দার্জিলিঙেই থাকতেন তিনি। ২০২৪ সালে ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজে খলচরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন দার্জিলিঙের প্রশান্ত। একদা কলকাতা পুলিশ চাকরি করতেন। ওই সময়ই ‘ইন্ডিয়ান আইডল ৩’-এ অডিশন দেন। সুযোগ মেলে এবং জয়ীও হন তিনি। নেপালে নিয়মিত ছবিতে অভিনয় করতেন এবং দেশবিদেশে গানের অনুষ্ঠান করতেন।

দার্জিলিঙেই স্ত্রী ও কন্যার সঙ্গে থাকতেন তিনি। দার্জিলিংয়ের সেই বাড়িতে প্রয়াত গায়কের দেহ ফেরার অপেক্ষায় পরিবার। প্রশান্তের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোকে কাতর তাঁর পরিবার ও অনুরাগীরা।

প্রশান্তের অকালপ্রয়াণের খবর পেয়ে X হ্যান্ডলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, ‘দার্জিলিংয়ের ছেলে এবং কলকাতা পুলিশের সঙ্গে তাঁর জড়িয়ে থাকা আমাদের কাছে বেশি প্রিয় করে তুলেছিল। তাঁর পরিবার, বন্ধু ও অগণিত অনুরাগীর প্রতি আমার সমবেদনা রইল।’

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen