বিজেপির আবেদনে পিছিয়ে গেল পুরভোট শুনানি
জানুয়ারি মাসের গোড়ার দিকে ফের এই মামলার শুনানি হতে পারে বলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

মার্চে কলকাতা পুরভোট করতে রাজি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হলফনামা জমা দিলেও বিজেপির আর্জি মেনে কোনও শুনানিই হল না। সুপ্রিম কোর্টে (Supreme Court) দু’সপ্তাহ পিছিয়ে গেল শুনানি। আজ শুক্রবার হয়ে সর্বোচ্চ আদালতে শীতের ছুটি পড়ে যাচ্ছে। খুলবে আগামী ৪ জানুয়ারি। এর মধ্যে অবকাশকালীন বেঞ্চ বসলেও সেখানে ওই মামলার শুনানি হবে না। জানুয়ারি মাসের গোড়ার দিকে ফের এই মামলার শুনানি হতে পারে বলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
রাজ্য সরকার হাজির, কমিশন উপস্থিত, তারপরেও আবেদনকারী বিজেপি (BJP) নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। তবে কি মামলার মোকাবিলায় তৈরি নন আবেদনকারী? আরও কিছু তথ্য জমা দিতে চান? তৈরি হয়েছে এমন প্রশ্নও। প্রতাপবাবুর হয়ে সর্বোচ্চ আদালতে সওয়াল করা আইনজীবী সিদ্দেশ কোটওয়াল এদিন উপস্থিত থাকতে পারেননি। আচমকা নাগপুরে তাঁর পারিবারিক কিছু সমস্যা তৈরি হয়েছে। তড়িঘড়ি তিনি দিল্লি থেকে নাগপুরে চলে গিয়েছেন। বিষয়টি উল্লেখ করে সুপ্রিম কোর্ট সহ মামলার বিবাদী পক্ষকে চিঠি দিয়ে তা জানিয়েও দেওয়া হয়। রাজ্যও এতে কোনও আপত্তি করেনি। সেই মতো বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষেণ কউলের ভার্চুয়াল বেঞ্চে মামলাটি শুনানির জন্য তালিকাবদ্ধ হলেও শেষপর্যন্ত শুনানি আর হয়নি। এদিকে, মামলার শুনানি পিছিয়ে যাওয়ার ফলে রাজ্যের শাসক দল তৃণমূল তাদের ভোট প্রস্তুতিতে আরও কিছুটা সময় পেয়ে গেল বলেই রাজনৈতিক মহলের মত।
গত ৮ মে কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও কোভিড পরিস্থিতির কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। এরই মধ্যে ২০২১ সালের বিধানসভা ভোটের দামামাও বেজে গিয়েছে। কলকাতা পুরসভার ভোটকে বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হিসেবেই দেখছে বিজেপি। সেই কারণেই বিজেপি আদালতের দ্বারস্থ হয়ে দ্রুত পুরভোটের দিন ঘোষণা করিয়ে নিতে চাইছে। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে রাজ্য সরকারও ভোট করাতে প্রস্তুত বলেই জানিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার তথা পুরসভা আরও জানিয়ে দিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ভোট করানো যেতে পারে। আগামী ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো মার্চ মাসেই কলকাতা পুরসভার ভোট করতে প্রস্তুত রাজ্য।