শিবরাত্রি উপলক্ষ্যে উৎসব চলছে কোচবিহারে, তুঙ্গে মদনমোহনের দোলের প্রস্তুতি

দোল উপলক্ষ্যে মদনমোহন পাঁচদিন মন্দিরের বারান্দায় অধিষ্ঠান করবেন।

February 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিবরাত্রি উপলক্ষ্যে উৎসবের আবহ কোচবিহারে। ইতিমধ্যেই শিবরাত্রি উপলক্ষ্যে কোচবিহারের বিভিন্ন জায়গায় দেবত্তোর ট্রাস্টের অধীনে থাকা ১০টি শিবমন্দিরে উৎসব চলছে। গত দু’দিন ধরেই শিব মন্দিরগুলিতে জল ঢালা ও পুজো চলছে। প্রাচীন মন্দিরগুলিতে গত দুদিনই অগণিত ভক্তের সমাগম হয়েছে। মন্দিরগুলিতে আজও পুজো ও শিবের মাথায় জল ঢালা চলবে। দেবত্তোর ট্রাস্টের অধীনে থাকা বাণেশ্বর, ষাণ্ডেশ্বর, দামেশ্বর, গোসাঁনিমারি, ধলুয়াবাড়ি, অনাথনাথ, হরিপুর, ডাঙ্গরআই সহ মোট ১০টি মন্দিরে শিবরাত্রি পালিত হচ্ছে। বহুকাল ধরেই কোচবিহারের শিব মন্দিরগুলিতে, শিবরাত্রিতে ভক্তিসহকারে শিবপুজো করা হয়।

অন্যদিকে, মদনমোহন মন্দিরে দোল উৎসবের প্রস্তুতি আরম্ভ হয়ে গিয়েছে। রাসমেলা ময়দানে দোল উৎসবের প্রস্তুতি তুঙ্গে। দোলের আগে রাসমেলা মাঠে বহ্নুৎসব অনুষ্ঠিত হবে। বহ্নুৎসব উপলক্ষ্যে ডাঙ্গরআই, ষাণ্ডেশ্বর, বাণেশ্বর মন্দির থেকে বিগ্রহ এখানে নিয়ে আসা হবে। মদনমোহনকেও দোল উপলক্ষ্যে রাসমেলা ময়দানে নিয়ে আসা হবে। দোল উপলক্ষ্যে মদনমোহন পাঁচদিন মন্দিরের বারান্দায় অধিষ্ঠান করবেন। ফলে ভক্তরা তাঁকে সরাসরি দর্শন করতে পারবেন। 

দোল উৎসবের প্রস্তুতি উপলক্ষ্যে রীতি মেনে সরস্বতীয় পুজোর দিন সন্ধ্যায় মদনমোহন মন্দিরে পলাশ গাছে আবির দেওয়া হয়েছে। মাঘী পূর্ণিমায় রাসমেলা ময়দানে বাঁশ পোঁতা হয়েছে। দোল উপলক্ষ্যে ৬ মার্চ মদনমোহনের বিশেষ পুজো হবে। ওইদিন রাসমেলা মাঠে বহ্নুৎসব হবে। ৭ মার্চ দোল উপলক্ষ্যে বিশেষ পুজো হবে। ৮ মার্চ তুফানগঞ্জের ষাণ্ডেশ্বর, বাণেশ্বরের চলন্ত মহাদেব বিগ্রহ মদনমোহন মন্দিরে আনা হবে। তারপর শিব বিগ্রহগুলি রাসমেলা ময়দানে নিয়ে যাওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen