দেশবাসীর উদ্দেশে আজ রাত ৮টায় প্রধানমন্ত্রীর ভাষণ – আবার কি শঙ্কিত দেশের নাগরিকরা

আবার কি শঙ্কিত দেশের নাগরিকরা

May 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ (১২ মে, মঙ্গলবার) রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবরটা শুনে প্রথমেই যে অনুভূতি মনে আসছে তা হল তাহলে কি আবারও ব্যাঙ্কে লাইন দিতে হবে? ২০১৬ সালের ৮ই নভেম্বর এমনইভাবে হঠাৎ করে রাত ৮টায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন নোটবন্দি। তারপরে এটিএম এ লম্বা লাইন, আর সেই লাইনে দাঁড়িয়ে সারা দেশে মৃত্যু হয়েছিল প্রায় ১০০ জনের।

একইভাবে ২০২০ সালের ২৪ মার্চ হঠাৎই কোভিডের কারণে লকডাউন ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী। স্বভাবতই আজকের এই ঘোষণায় ভীত ও সন্ত্রস্ত গোটা দেশবাসী। তবে সূত্রের খবর আমেরিকার মধ্যস্থতায় সীমান্তে সংঘর্ষবিরতির মধ্যেও ধারাবাহিক হামলা চালাচ্ছে পাকিস্তান, সেই প্রেক্ষিতেই হয়তো প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen