গোল্ডেন গ্লোবস ২০২৬-এ প্রেজেন্টার প্রিয়াঙ্কা চোপড়া, একমাত্র ভারতীয় মুখ আন্তর্জাতিক মঞ্চে

January 9, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ অনুষ্ঠান গোল্ডেন গ্লোবস ২০২৬-এ প্রেজেন্টার হিসেবে নাম ঘোষণা হল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের। আয়োজকদের প্রকাশিত দীর্ঘ তারকাখচিত তালিকায় একমাত্র ভারতীয় মুখ হিসেবে জায়গা করে নিলেন তিনি। ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে রবিবার সন্ধ্যায় আমেরিকায়, যা ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোরে সম্প্রচারিত হবে। এবছরও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় কমেডিয়ান নিকি গ্লেসার।

প্রেজেন্টার তালিকায় প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন জুলিয়া রবার্টস, জর্জ ক্লুনি, মিলা কুনিস, আনা দে আরমাস, জেনিফার গার্নার, আমান্ডা সাইফ্রেড, কোলম্যান ডোমিঙ্গো, মাইলি সাইরাস, মেলিসা ম্যাকার্থি, কেভিন হার্ট, স্নুপ ডগ, কুইন লাটিফা, জোই ক্রাভিটজ-সহ আরও বহু আন্তর্জাতিক তারকা। এই তালিকা কার্যত হলিউডের প্রথম সারির তারকাদের সমাবেশ।

কাজের দিক থেকেও প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রকল্প। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘ভারাণসী’-তে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন মহেশ বাবু। ছবিতে প্রিয়াঙ্কা অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে, মহেশ বাবু রয়েছেন রুদ্রর ভূমিকায়, আর খলনায়ক কুম্ভর চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। ২০২৭ সালের সংক্রান্তিতে মুক্তি পাওয়ার কথা এই ছবির, যা প্রিয়াঙ্কার তেলুগু সিনেমায় অভিষেক ঘটাবে।

এছাড়াও, হলিউড ছবি ‘দ্য ব্লাফ’-এ ১৯ শতকের এক ক্যারিবিয়ান জলদস্যুর চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা, যেখানে তাঁর সহ-অভিনেতা কার্ল আরবান। আন্তর্জাতিক মঞ্চে একের পর এক সাফল্যের মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস যে বিশ্বমুখী ভারতীয় প্রতিনিধিত্বের প্রতীক হয়ে উঠছেন, তা আবারও প্রমাণিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen