‘ড্রিম ইলেভেন’কে ধন্যবাদ রোহিতের, দেখে নিন এবারের আইপিএল-এ পুরস্কারের তালিকা

আইপিএলের (IPL 2020) শুরু থেকেই এবার ফেভারিটদের তালিকায় জায়গা করে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

November 11, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

ফাইনালের মাঠে বল গড়ানোর ঠিক আগের দিনের ঘটনা। আরও একবার আইপিএলের চূড়ান্ত লড়াইয়ে পৌঁছে যাওয়ার জন্য জন্য দিল্লির কর্ণধার শুভেচ্ছা জানিয়েছিলেন রিকি পন্টিংকে। সঙ্গে মিস্টার জিন্দালকে আটকে দিয়ে মুম্বই কোচ বলেন, “এত তাড়াতাড়ি অভিনন্দন জানাবেন না। আমরা টুর্নামেন্টটা জিততে এসেছি। ফাইনালে উঠতে নয়।” এই মনোভাব যখন কোনও দলের থাকে, তখন তাকে হারানো মুশকিলই নয়, অসম্ভব হয়ে ওঠে।

আইপিএলের (IPL 2020) শুরু থেকেই এবার ফেভারিটদের তালিকায় জায়গা করে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর পর নিরাশ করেননি শ্রেয়সরা। দুর্দান্ত লড়াই করে ধাপে ধাপে এগোতে থাকেন তরুণ তুর্কিরা। কিন্তু শেষমেশ অভিজ্ঞতার পাহাড় আর টপকাতে পারলেন না তাঁরা। আইপিএলের একছত্র মালিক হয়ে ওঠা মুম্বইকে রোখা গেল এবারও। ঘা খাওয়া হিংস্র বাঘের মতোই চোট সারিয়ে গর্জে উঠলেন রোহিত (Rohit Sharma)। আর আরও একবার নিজেকে আইপিএলের সেরা অধিনায়ক ও ব্যাটসম্যান বলে প্রমাণ করলেন।   

বোল্ট, বুমরাহ, পোলার্ড, ঈশান, হার্দিকদের মতো শক্তিশালী তারকাদের নিয়ে গড়া ‘ড্রিম ইলেভেন’ এবারও ঘরে তুলল একগুচ্ছ পুরস্কার। একইসঙ্গে এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন একঝাঁক তরুণ তারকা। চলুন দেখে নেওয়া যাক কার হাতে কোন পুরস্কার উঠল।

গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ—রোহিত শর্মা (‌মুম্বই ইন্ডিয়ান্স)‌
সুপারস্ট্রাইকার অফ দ্য ম্যাচ— ইশান কিষান (‌মুম্বই ইন্ডিয়ান্স)‌
সিক্সেস অফ দ্য ম্যাচ— রোহিত শর্মা (‌মুম্বই ইন্ডিয়ান্স)‌
ক্রেড পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ—ট্রেন্ট বোল্ট (‌মুম্বই ইন্ডিয়ান্স)‌
ম্যান অব দ্য ম্যাচ—ট্রেন্ট বোল্ট (‌মুম্বই ইন্ডিয়ান্স)‌

ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট– দেবদূত পাড়িক্কল (‌রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)‌
পেটিএম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড– মুম্বই ইন্ডিয়ান্স
ড্রিম ইলেভেন গেম চেঞ্জার অব দ্য সিজন– কে এল রাহুল (‌কিংস ইলেভেন পাঞ্জাব)‌
সিক্সেস অফ দ্য সিজন– ইশান কিষান (‌মুম্বই ইন্ডিয়ান্স)‌
সুপার প্লেয়ার অফ দ্য সিজন— কায়রন পোলার্ড (‌মুম্বই ইন্ডিয়ান্স)‌
ক্রেড পাওয়ার প্লেয়ার অব দ্য সিজন– ট্রেন্ট বোল্ট (‌মুম্বই ইন্ডিয়ান্স)‌
পার্পল ক্যাপ– কাগিসো রাবাডা (‌৩০টি উইকেট)‌
ওরেঞ্জ ক্যাপ– কে এল রাহুল (‌কিংস ইলেভেন পাঞ্জাব)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার– জোফ্রা আর্চার (‌রাজস্থান রয়্যালস)

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen