কোচবিহারে অভিষেকের কর্মসূচি, মেয়েদের IPL-এ মুখোমুখি মুম্বই-গুজরাত, আজ নজর কোন কোন খবরে?

January 13, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০:

কোচবিহারে অভিষেকের কর্মসূচি
জেলা সফর শুরু করেছেন তৃণমূলের সেনাপতি। আজ ফের উত্তরবঙ্গে সভা করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘রণসংকল্প সভা’য় আজ কোচবিহারে কর্মসূচি রয়েছে অভিষেকের। সভার আগে তিনি মদমোহন মন্দিরে পুজো দেবেন।

WPL-এ মুখোমুখি গুজরাত-মুম্বই
মেয়েদের আইপিএলে আজ মুখোমুখি হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত জায়ান্টস। দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জিতে শীর্ষে রয়েছে গুজরাত। দু’টি ম্যাচ খেলে একটি জিতেছে, একটি হেরেছে মুম্বই। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

মকর সংক্রান্তির আগে কেমন থাকবে শীত?
বাংলাজুড়ে শীতের দাপট চলবে, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মকর সংক্রান্তির আগে
রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা থাকবে। গোটা দক্ষিণবঙ্গে আপাতত পারদ স্বাভাবিকের নীচেই থাকবে। সপ্তাহখানেক এমনই চলবে পরিস্থিতি। উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রায় খুব একটা ফারাক হওয়ার সম্ভাবনা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen