প্রতিবাদের মুখে পড়ে বাংলায় ফুলবাগান লিখতে বাধ্য হল কর্তৃপক্ষ
মেট্রো স্টেশনের নামে কোন বাংলা ফলক নেই কেন! খোদ বাংলার রাজধানীতেই বাংলা ভাষা ব্রাত্য? ফুলবাগান মেট্রো গেটের মাথার ওপর জ্বলজ্বল করছে হিন্দি ও ইংরেজি ভাষায় ‘ফুলবাগান’ লেখা।

রবিবারই উদ্বোধন হয়ে গেছে ফুলবাগান মেট্রো স্টেশন। শহরে প্রায় ২৫ বছর পর আবার কোন মেট্রো স্টেশন মাটির তলায় নতুন করে তৈরি হল। এনিয়ে বেশ গদগদে ছিল শহরবাসী। কিন্তু সে আনন্দে ছন্দপতনও হল খুব তাড়াতাড়ি। আরে একি! মেট্রো স্টেশনের নামে কোন বাংলা ফলক নেই কেন! খোদ বাংলার রাজধানীতেই বাংলা ভাষা ব্রাত্য? ফুলবাগান মেট্রো গেটের মাথার ওপর জ্বলজ্বল করছে হিন্দি ও ইংরেজি ভাষায় ‘ফুলবাগান’ লেখা।
বাঙালির হুঁশ ফিরল। সোশ্যাল মিডিয়ায় উঠল প্রতিবাদের ঝড়। আর এই প্রতিবাদের মুখে পড়েই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হল মেট্রো রেল কর্তৃপক্ষ। রাতারাতি বদলে ফেলা হল ফলক। আর এখন? বেশ সুন্দর, সবার ওপরে চকচক করছে বাংলায় লেখা ‘ফুলবাগান’।