IPL 24: আইপিএলের দ্বিতীয় ম্যাচে দিল্লিকে ৪ উইকেটে হারাল পঞ্জাব 

১৯.২ ওভারে লক্ষ্য পৌঁছয় পঞ্জাব। শেষ বলে ছক্কা মারেন লিয়াম লিভিংস্টোন। চার উইকেটে জেতে পঞ্জাব।

March 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
আইপিএলের দ্বিতীয় ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল দিল্লি ও পঞ্জাব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইপিএলের দ্বিতীয় ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল দিল্লি ও পঞ্জাব। ১৫ মাস পর কামব্যাক করলেন ঋষভ পন্থ। এদিন ব্যাটে হাতে ১৩ বলে ১৮ রান করেন তিনি। টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক।

ভাল শুরু করেও, দ্রুত উইকেট পড়ায় চাপে পড়ে যায় দিল্লি। ঝোড়ো ইনিংস খেলেন বাংলার অভিষেক পোড়েল। শেষ ওভারে করেন ২৫ রান। অভিষেকের দাপটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করল দিল্লি। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল শিখরের পঞ্জাব।

দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ প্রথম ৩ ওভারেই ৩৫ রান তোলেন। দিল্লিকে প্রথম ধাক্কা দেন অর্শদীপ সিংহ। ২০ রানে মার্শকে আউট করেন অর্শদীপ। অক্ষর পটেল ২১ রান করেন। তারপর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অভিষেককে নামায় দিল্লি। ১০ বলে ৩২ রান করেন তিনি। চারটি বাউন্ডারি ও দু’টি ছক্কা মারেন তিনি।

পঞ্জাবও রান তাড়া করতে নেমে দারুন শুরু করে। ইশান্ত শর্মার বলে আউট হন শিখর ধাওয়ান। ১৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন শিখর। হাফ সেঞ্চুরি করেন ক্যারন।৪৭ বলে ৬৩ রান করে আউট হন স্যাম ক্যারন। ১৯.২ ওভারে লক্ষ্য পৌঁছয় পঞ্জাব। শেষ বলে ছক্কা মারেন লিয়াম লিভিংস্টোন। চার উইকেটে জেতে পঞ্জাব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen