কেকেআরকে শেষ ওভারে হারিয়ে প্লে অফের দিকে এগোল পঞ্জাব কিংস

পঞ্জাব ব্যাট করতে নেমে অনায়াসে কেকেআরের বোলিংকে শাসন করতে থাকে

October 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দুবাইয়ে আইপিএল ২০২১-এর ফিরতি লেগে পঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে-অফের দৌড়ে থাকা দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটি। সেই ম্যাচেই ক্যাপ্টেন লোকেশ রাহুলের অর্ধশতরানের ওপর ভর করে কলকাতাকে ৫ উইকেটে হারিয়ে দিল পঞ্জাব।

আজ টসে জিতে পঞ্জাবের ক্যাপ্টেন লোকেশ রাহুল প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান কেকেআরকে। ৬৭ রান করে আউট হন বেঙ্কটেশ। এরপর একের পর এক উইকেট হারিয়ে ২০ ওভারে সাত উইকেটে ১৬৫ রান তোলে কেকেআর। আজ ফের ব্যর্থ হন মর্গ্যান। ২ বলে ২ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন নাইট অধিনায়ক।

পঞ্জাব ব্যাপঞ্জাব ব্যাট করতে নেমে অনায়াসে কেকেআরের বোলিংকে শাসন করতে থাকে। লোকেশ রাহুলের ওপর ভর করে কোলকাতা নাইট রাইডার্সদের বিরুদ্ধে হেলায় এগিয়ে যায় তারা। প্রথম উইকেটে লোকেশ আর মায়াঙ্কের জুটি ৭০ রান তুলে ফেলে। কেকেআর বোলারদের পিটিয়ে অর্ধশতরান করে ফেলেন রাহুল। শেষ পর্যন্ত ৬৭ রান করেন তিনি। তিন বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৬৮ রান তুলে জিতে যায় পঞ্জাব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen