ইয়ামাগুচিকে হারিয়ে অলিম্পিক্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে পি ভি সিন্ধু
ইয়ামাগুচির বিরুদ্ধে প্রথম গেমে দাপুটে জয় সিন্ধুর।
July 30, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

অলিম্পিক্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে পি ভি সিন্ধু (PV Sindhu)। কোয়ার্টার ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচিকে (Yamaguchi) হারিয়ে দিলেন তিনি। প্রথম গেমে জয় সিন্ধুর। খেলার ফল ২১-১৩। দ্বিতীয় গেমে ২২-২০ ফলে জিতলেন সিন্ধু।
ইয়ামাগুচির বিরুদ্ধে প্রথম গেমে দাপুটে জয় সিন্ধুর। লম্বা র্যালির লড়াই হোক বা নেটের কাছে এসে হালকা পুশ, সবেতেই যেন জাপানের তারকাকে পিছনে ফেলে দিচ্ছিলেন তিনি। ঠান্ডা মাথায় একের পর এক পয়েন্ট জিতলেন সিন্ধু।