চোট কাটিয়ে ফিরেও ফাইনালের স্বপ্নভঙ্গ, মালয়েশিয়া ওপেনে সেমিফাইনালেই বিদায় পি ভি সিন্ধুর

January 10, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: মালয়েশিয়া ওপেন সুপার ১০০০-এ পি ভি সিন্ধুর লড়াই থামল সেমিফাইনালেই। শনিবার চিনের বিশ্ব নম্বর দুই ওয়াং ঝিয়ির কাছে স্ট্রেট গেমে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন ভারতের তারকা শাটলার। ১৬-২১, ১৫-২১ ব্যবধানে ম্যাচ হারার পাশাপাশি এই হারের সঙ্গে শেষ হয়ে গেল টুর্নামেন্টে ভারতের অভিযানও।

অক্টোবরের পর পায়ের চোট কাটিয়ে প্রথম প্রতিযোগিতায় নামা দুইবারের অলিম্পিক পদকজয়ী শুরুটা করেছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে। প্রথম গেমে আক্রমণাত্মক খেলায় এগিয়ে গিয়েও ধারাবাহিক আনফোর্সড এররের খেসারত দিতে হয় সিন্ধুকে। দ্বিতীয় গেমে তো ১১-৬ লিড নেওয়ার পরও ম্যাচ ধরে রাখতে পারেননি তিনি।

প্রথম গেমে সিন্ধুর শক্তিশালী ক্রস-কোর্ট স্ম্যাশ ও লম্বা রিচে চাপের মুখে পড়েন ওয়াং। তবে ম্যাচে ফেরেন চিনা শাটলার। বিরতির পর দু’জনের মধ্যেই ভুল বাড়তে থাকে। ১৫-১৪ থেকে টানা আক্রমণে গেম নিজের দিকে ঘুরিয়ে নেন ওয়াং।

দ্বিতীয় গেমে সিন্ধু আবার ঘুরে দাঁড়িয়ে মাঝপথে দাপট দেখালেও বিরতির পর ছন্দ হারান। নেট ও ব্যাকলাইনে একের পর এক ভুলে সুযোগ নেন ওয়াং ঝিয়ি। শেষ পর্যন্ত ম্যাচ পয়েন্টে সিন্ধুর আরেকটি ওয়াইড শটেই ফাইনালের টিকিট নিশ্চিত করেন চিনা শাটলার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen