কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন এলএম ১০, তবে ফুটবলকে বিদায় এখনই নয়

২০১৮ বিশ্বকাপে রাশিয়া থেকেও হেরেই বিদায় নিতে হয় মেসিদের।

October 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কাতারের পর আর বিশ্বকাপ ফুটবল খেলবেন না লিওনেল মেসি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে এমনটাই জানিয়েছেনা তিনি। মেসি রোমানোকে বলেছেন, ”এটাই (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ। সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে।” তবে প্যারিস সাঁ জাঁ নাকি বার্সেলোনার জার্সি পরে খেলতে দেখা যাবে বিশ্বফুটবলের রাজপুত্রকে, তা এখনও স্থির করেননি তিনি। এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন ২০২৩ সালে।

এদিকে কাতার বিশ্বকাপে দিয়েগো মারাদোনার ছবি পকেটে রাখবেন ফুটবলাররা, স্থির করা হয়েছে আর্জেন্টাইন ফুটবল সংস্থার তরফ থেকে।
১৯৭৮-এর পর ১৯৮৬ সালে আর্জেন্টিনা শেষ বার বিশ্বকাপ জিতেছিল। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও হারতে হয়েছিল জার্মানির কাছে। সেই দলে ছিলেন মেসিও। ২০১৮ বিশ্বকাপে রাশিয়া থেকেও হেরেই বিদায় নিতে হয় মেসিদের।

ক্লাব পর্যায়ে সাতটি ব্যালন ডি’ অর জিতেছেন মেসি। কোপা আমেরিকা জিতেছেন কেরিয়ারের শেষ লগ্নে পৌঁছে। এখন শুধু বিশ্বকাপ জিতলেই ষোল কলা পূর্ণ, তাই অধীর আগ্রহে, উদ্দীপনায় ভাসছেন বিশ্বজুড়ে মেসির সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen