পথশ্রী প্রকল্পে গুণগত মানে আপোষ নয়, জেলা প্রশাসনকে কড়া বার্তা মুখ্যসচিবের
![]()
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৬: গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের অন্যতম প্রকল্প ‘পথশ্রী’-তে কোনওরকম অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না, এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। শুক্রবার সকালে নবান্নে (Nabanna) রাজ্যের সব জেলাশাসকদের (District Magistrates) সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একাধিক সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার সময় এই বার্তা দেন তিনি।
বৈঠকে জল-জীবন-মিশন, বাংলার বাড়ি এবং পথশ্রী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যসচিব স্পষ্ট জানান, “রাস্তার গুণগত মান নিয়ে কোনওরকম আপোষ করা যাবে না।” তিনি নির্দেশ দেন, প্রতিটি জেলা প্রশাসনকে নিয়মিতভাবে রাস্তার মান পর্যবেক্ষণ করতে হবে। শুধু জেলা নয়, রাজ্য স্তর থেকেও বিশেষ টিম পাঠিয়ে রাস্তার গুণমান যাচাই করা হবে।
নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পথশ্রী (Pathasree) প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে অর্থ প্রদান শুরু হবে। মুখ্যসচিব (Chief Secretary) টেন্ডার (Tender) প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশও দিয়েছেন, যাতে প্রকল্পের কাজ সময়মতো শেষ করা যায়।
পথশ্রী কর্মসূচির অধীনে রাজ্যের গ্রামীণ এলাকায় প্রায় ৯ হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার লক্ষ্য নিয়েছে সরকার।