মমতার ওপর আক্রমণ এক সুচিন্তিত ষড়যন্ত্র? উঠছে যে প্রশ্নগুলো

সৌগত রায় ও ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখে আবেদন করেন, সুদীপ জৈনকে বাংলার নির্বাচনের দায়িত্ব থেকে সরানো হোক। তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ আনা হয় তৃণমূলের পক্ষ থেকে। অভিযোগে আমল দেয় না কমিশন।

March 11, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ধরা যাক, ঘটনার সূত্রপাত গত ৪ তারিখ। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দুই নেতা, সৌগত রায় ও ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখে আবেদন করেন, সুদীপ জৈনকে বাংলার নির্বাচনের দায়িত্ব থেকে সরানো হোক। তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ আনা হয় তৃণমূলের পক্ষ থেকে। অভিযোগে আমল দেয় না কমিশন।

মার্চ ৯, ২০২১। প্রায় হঠাৎ করেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হলো ভোটের আগে বদল করা হবে পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল বীরেন্দ্রকে। বলা হল, নির্বাচনের সঙ্গে সরাসরি বা অন্য কোনও ভাবে জড়িত কোনও রকম পোস্টিং দেওয়া যাবে না।

মার্চ ১০, ২০২১, রাত ৩:২৭। মন্ত্রী ও তৃণমূলের মুখপাত্র ব্রাত্য বসুকে টুইটারে হুমকি দিলেন বিজেপি যুবমোর্চার নেতা ও সাংসদ সৌমিত্র খাঁ – ” কাল থেকে বুঝতে পারবে। বিকেল ৫টার পর।” কী বুঝতে চলেছিলেন ব্রাত্য ১০ তারিখ বিকেল ৫টার পর? কিসের ইঙ্গিত?

মার্চ ১০, ২০২১। দুপুর ১:৩০। হলদিয়ায় মনোনয়ন জমা দিতে যাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন পুলিশের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, তাঁর সঙ্গে কেন থাকবে পুলিশের লোক, নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি। অভিযোগ পেয়েই কমিশন নির্দেশ দিল, সরানো হোক মুখ্যমন্ত্রীর পুলিশি প্রহরা।

মার্চ ১০, ২০২১। সন্ধে সাড়ে ৬টা। হঠাৎ নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ। নন্দীগ্রামে আক্রান্ত মমতা! চক্রান্ত করে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে চার পাঁচ জনের, পায়ে আঘাত লেগেছে, বলছে সব টেলিভিশন চ্যানেল।

মার্চ ১০, ২০২১। রাত ১০ টা। সংবাদ সংস্থা এএনআই প্রায় হঠাৎই ‘জোগাড়’ করে ফেললো জনৈক দুই ব্যক্তিকে (পরে ধরা পড়েছে তারা দুজনেই বিজেপির কর্মী) , যারা ক্যামেরার সামনে বললেন, কেউই নাকি মুখ্যমন্ত্রীকে আঘাত করেননি, উনি নাকি নিজেই পড়ে গেছেন! এএনআই-এর সঙ্গে বিজেপির যোগসূত্র যে কতটা মধুর, তা অনেকেই জানেন। কোনও খবরকে নস্যাৎ করে গেলে এএনআইকে দিয়ে পাল্টা ভুঁয়ো খবর করানো বিজেপির পুরোনো পন্থা, এটা এখন সর্বজনবিদিত।

মার্চ ১০, ২০২১। রাত ১০ টা থেকে লাগাতার একের পর এক বিজেপির নেতা, সঙ্গে লক্ষ লক্ষ ট্রোল বাহিনী তৎক্ষণাৎ টুইটার, ফেসবুক আর হোয়াটস্যাপে এএনআই-এর ভিডিও শেয়ার করা শুরু করে দিল।

এর থেকেই প্রশ্ন উঠছে, নন্দীগ্রামে মমতার ওপর এই আক্রমণ কি সুচিন্তিত একটি চক্রান্ত? কেন সরানো হল ডিজিকে? কেন তুলে নেওয়া হল পুলিশি প্রহরা? কিসের ইঙ্গিত দিয়েছিলেন সৌমিত্র? এএনআই কোথা থেকে প্রত্যক্ষদর্শীদের জোগাড় করল? প্রশ্ন অনেক, উত্তরও জানা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen