আবারও র্যাগিং যাদবপুরে: কাঠগড়ায় গবেষক SFI নেতা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৪৫: র্যাগিংয়ের জন্য আবারও শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ২০২৩-এ ইউনিভার্সিটির প্রধান হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় এক স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রের, যাতে তোলপাড় হয়ে যায় সারা দেশ। এবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রকে বলপূর্বক আটকে রেখে তাঁকে র্যাগ করার অভিযোগ উঠলো সিপিআইএমের ছাত্র সংগঠন SFI এর নেতা অনুষ্ঠুপ চক্রবর্তীর নামে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র মহম্মদ হানিফ একটি পোস্টে জানিয়েছেন যে ওবিসি সংরক্ষণ নিয়ে আন্দোলন চলাকালীন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুজন গবেষক – অনুষ্টুপ চক্রবর্তী ও পরিপূর্ণা মজুমদার – হানিফকে ডেকে আন্দোলন নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
ছাত্রের আন্দোলনে যোগ দেওয়া নিয়ে আপত্তি ছিল দুই গবেষকের, তাঁর গায়ে হাত তোলা হয় এবং চেপে ধরে বোস করিয়ে রাখা হয়। অতঃপর হোস্টেলে হানিফকে “দেখে নেওয়ার” হুমকি দেওয়া হয়।
ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র্যাগিং সেল, রেজিস্ট্রার, প্রো-ভিসি, এবং ডিনকে অভিযোগ জানানো হয়েছে। হানিফের অভিযোগ, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছাত্র হওয়ার জন্যই এই হেনস্তার সম্মুখীন হতে হয়েছে তাঁকে।
উল্লেখ্য, SFI নেতা অনুষ্টুপ চক্রবর্তীর বিরুদ্ধে জালিয়াতি করে পিএইচডি এডমিশন পাওয়ার অভিযোগ উঠেছিল, যার পরে যোগ্য প্রার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কেন্দ্র অরবিন্দ ভবনের সামনে অনশনে বসলে তাঁকেও গবেষণায় ভর্তি করা হয়। জানা যায়, এক দল বামপন্থী অধ্যাপকদের অঙ্গুলিহেলনেই এই ভর্তি দুর্নীতি সংগঠিত হয়েছিল। সেই অনুষ্টুপ পুনরায় কাঠগড়ায় – এবার র্যাগিংয়ের অভিযোগে।