ছিঁচকে থেকে রাঘববোয়াল— কারা আসল চোর? নতুন ছবিতে প্রশ্ন তুলছেন অগ্নিদেব

January 14, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৭: আট বছরের নীরবতার পর আবার ক্যামেরার পিছনে ফিরছেন বাংলা ছবির ব্যতিক্রমী নির্মাতা অগ্নিদেব চট্টোপাধ্যায়। শেষ বার ২০১৮ সালে ছবি পরিচালনা করেছিলেন তিনি। সময় বদলেছে, বদলেছে বাংলা ছবির ভাষাও। সেই বদলকে সঙ্গী করেই ব্যঙ্গের মোড়কে সমাজের আয়না ধরতে আসছেন পরিচালক। তাঁর নতুন ছবির নাম— চোর।

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। গল্পের কেন্দ্রে একটি মাত্র রাত। সেই রাতের অন্ধকারে সমাজের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা ‘চুরি’-র রূপ উন্মোচনের চেষ্টা করবেন অগ্নিদেব।

পরিচালকের কথায়, ‘চোর’ এখানে কোনও একক মানুষ নয়, বরং একটি রূপক—যার মাধ্যমে প্রশ্ন তোলা হবে, আসল চোর কারা?

ছবির নায়ক হিসেবে দেখা যাবে জীতু কমল-কে। এই নির্বাচন নিয়ে পরিচালকের স্পষ্ট যুক্তি— পরিচিত তারকার ছায়া ভেঙে চরিত্রকে নতুন ভাবে গড়ে তোলার স্বাধীনতাই তাঁকে এই সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজেশ শর্মা ও শঙ্কর চক্রবর্তী। নারী চরিত্রে অভিনয় করবেন অঞ্জনা বসু, মানসী সিংহ ও দেবলিনা কুমার। পাশাপাশি থাকছেন দুই বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় ও বরুণ চন্দ।
চিত্রনাট্য লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। অতিরিক্ত চিত্রনাট্য ও সংলাপে কলম ধরেছেন সুদীপা চট্টোপাধ্যায়।

এই ছবির হাত ধরেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালকের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। ছবি ঘিরে বিতর্কের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অগ্নিদেব। তবে ভয় তাঁর অভিধানে নেই। প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে তিনি স্পষ্ট জানাচ্ছেন— নাম না করে, আঙুল না তুলে, সমাজের বাস্তব চেহারাটাই তুলে ধরাই তাঁর উদ্দেশ্য। তাতে কেউ যদি নিজেকে কাঠগড়ায় দাঁড় করান, দায় থাকবে তাঁদেরই।

ছবির পাশাপাশি ধারাবাহিক জগতেও তাঁর সাফল্যের ইতিহাস রয়েছে। বাজল তোমার আলোর বেণু-এর মতো জনপ্রিয় কাজ তাঁর ঝুলিতে। সুযোগ পেলে ধারাবাহিক পরিচালনাতেও ফিরতে চান তিনি— তবে সেই পুরনো দিনের গল্প বলার ছন্দেই।

সব মিলিয়ে, ‘চোর’ শুধু একটি ছবিই নয়— সমাজের দিকে ছোড়া এক সাহসী প্রশ্নচিহ্ন। এখন দেখার, সেই প্রশ্নের জবাব দিতে আমরা কতটা প্রস্তুত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen