রাহুল দ্রাবিড়কে ছেড়ে দিল রাজস্থান, নতুন কোচের খোঁজে রয়্যালসরা
ভারতীয় ক্রিকেটের “দ্য ওয়াল” খ্যাত প্রাক্তন অধিনায়ককে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৫: রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব ছাড়লেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের “দ্য ওয়াল” খ্যাত প্রাক্তন অধিনায়ককে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হয়ে গেল।
দ্রাবিড় খেলোয়াড় হিসেবে ২০১১ সালে রয়্যালসে যোগ দেন এবং ২০১২ ও ২০১৩ সালে দলের অধিনায়ক ছিলেন। পরবর্তীতে ২০১৪-১৫ সালে ডিরেক্টর ও মেন্টরের ভূমিকায় দেখা যায় তাঁকে। ২০২৪ সালে তিনি আবারও কোচ হয়ে ফেরেন। তবে এইবার আইপিএল ২০২৫ মরশুমে রাজস্থান বড়সড় ব্যর্থতার মুখে পড়ে। ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় পেয়ে তারা নবম স্থানে শেষ করে, কেবল নেট রানরেটে চেন্নাই সুপার কিংসকে টপকে।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, “রাহুল দ্রাবিড় দীর্ঘদিন ধরে রয়্যালস পরিবারের অন্যতম স্তম্ভ। খেলোয়াড়দের মানসিকতা গড়ে তোলা থেকে শুরু করে দলের সংস্কৃতি শক্তিশালী করতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। কিন্তু সাম্প্রতি তাঁকে আরও বড় একটি দায়িত্বের প্রস্তাব দেওয়া হলেও তিনি গ্রহণ করেননি।”
আইপিএল ২০২৫ নিলাম ও দল গঠনে দ্রাবিড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ারদের ধরে রাখার পেছনে তাঁর অবদান ছিল। কিন্তু একাধিক মূল ক্রিকেটারের চোট এবং কয়েকটি অল্পের জন্য হার দলকে পিছিয়ে দেয়।
দ্রাবিড়ের বিদায়ে অন্তত দু’টি দল এখন নতুন কোচের খোঁজে। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স তাদের চ্যাম্পিয়ন কোচ চন্দ্রকান্ত পান্ডিতের সঙ্গে চুক্তি ছিন্ন করেছে। একই সময়ে লখনউ সুপার জায়ান্টসও সাপোর্ট স্টাফে বড় পরিবর্তন আনছে।
এখন প্রশ্ন, রাজস্থান রয়্যালস নতুন কাউকে হেড কোচ করবে নাকি আবার কুমার সাঙ্গাকারার কাছে দায়িত্ব ফিরে যাবে, যিনি বর্তমানে ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকা পালন করছেন। পাশে আছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও বোলিং কোচ শেন বন্ড।