টানা ৪০ ঘণ্টা জেরার পর ফের তলব, ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে বিপাকে রাহুল

ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে স্বস্তি পাচ্ছেন না রাহুল গান্ধী।

June 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে স্বস্তি পাচ্ছেন না রাহুল গান্ধী। তাঁকে নিস্তার দিচ্ছে না এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। আজ মঙ্গলবার ফের এই মামলায় রাহুলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই নিয়ে টানা চারদিন কংগ্রেস নেতাকে তলব করল ইডি। সোমবার জিজ্ঞাসাবাদ শেষ হতে না হতেই রাহুলকে মঙ্গলের হাজিরা দেওয়ার নোটিশ পাঠায় ইডি। এখনও পর্যন্ত মোট ৪০ ঘণ্টা জেরা করা হয়েছে কংগ্রেস সাংসদকে।

সূত্রের খবর, রাহুল ইডিকে বলেছেন যে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের (এজেএল) কয়েকশো কোটি টাকার সম্পদ সংক্রান্ত লেনদেনের জন্য কংগ্রেসের প্রাক্তন কোষাধ্যক্ষ মোতিলাল ভোরা দায়ী ছিলেন। উল্লেখ্য, কয়েকবছর আগে ভোরা প্রয়াত হয়েছেন। অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড কিনতে কি কংগ্রেসের ফান্ডের অপব্যবহার করেছিলেন গান্ধীরা? এটাই মূল প্রশ্ন ইডির।

প্রসঙ্গত, রাহুল এবং তাঁর মা সোনিয়া গান্ধীর কাছে ইয়ং ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ২৪ শতাংশের মধ্যে সিংহভাগ শেয়ার অস্কার ফার্নান্দেসের কাছে (১২ শতাংশ)। ভোরা এবং ফার্নান্দেস যথাক্রমে ডিসেম্বর ২০২০ এবং সেপ্টেম্বর ২০২১ সালে মারা যান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen