রাহুলের শতরান বৃথা, মিচেলের ব্যাটে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

January 14, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.০০: রাজকোটের মাঠে যে দিনটা ভারতের হওয়ার কথা ছিল, সেদিনই ম্যাচ ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। সেঞ্চুরির জবাবে আরও এক সেঞ্চুরি আর তাতেই সিরিজে নতুন রোমাঞ্চ। আইপিএলে অবিক্রিত থেকে যাওয়া ড্যারিল মিচেল দুরন্ত শতরানে ভারতের হাত থেকে জয় কেড়ে নিলেন। দ্বিতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফেরাল কিউয়িরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। রাজকোটের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হলেও এদিন আচরণ ছিল একেবারেই ভিন্ন। বল কখনও লাফাচ্ছিল, কখনও আবার ব্যাটে পৌঁছতে দেরি করছিল। ওপেনিং জুটিতে শুভমন গিল ও রোহিত শর্মা ৭০ রান যোগ করলেও ২৪ রানে ফিরতে হয় রোহিতকে। এরপর দ্রুত উইকেট হারিয়ে ১১৮ রানেই চার ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন।

এই চাপের মুহূর্তে দলের হাল ধরেন কে এল রাহুল। নতুন ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে দায়িত্বশীল ইনিংস খেলে শতরান করেন তিনি এবং অপরাজিত থেকেই ভারতকে ২৮৪ রানে পৌঁছে দেন। গিলের হাফসেঞ্চুরি ছাড়া কোহলি, জাদেজা বা নীতীশ রেড্ডির ব্যাটে বড় রান আসেনি।

জবাবে শিশিরের সুবিধা থাকলেও শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ড। তবে উইল ইয়ংয়ের সঙ্গে ১৬২ রানের জুটি গড়ে ম্যাচের রাশ নিজের হাতে নেন ড্যারিল মিচেল। আগ্রাসী ব্যাটিংয়ে ৯টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত তাঁর সেঞ্চুরিতেই জয় নিশ্চিত হয় কিউয়িদের।এখন সব নজর রবিবারের ম্যাচে—যেখানে নির্ধারিত হবে সিরিজের চূড়ান্ত ভাগ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen