রেলের চাদর চুরি! শুভেন্দু ঘনিষ্ঠ BJP নেতার বিরুদ্ধে উঠল অভিযোগ

January 6, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫: রেহাই পাচ্ছে না ট্রেনের চাদর! ট্রেনের মধ্যে চাদর চুরির অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতার বিরুদ্ধে।সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, ‘এটাই বিজেপির আসল চরিত্র।’ জানা গিয়েছে, চুঁচুড়ার বাসিন্দা ওই বিজেপি নেতার নাম মৃন্ময় মজুমদার।

চাদর চুরির দায়ে অভিযুক্ত বিজেপি নেতা মৃন্ময় মজুমদার হুগলির বিজেপির লিগ্যাল সেলের নেতা। পেশায় আইনজীবী তিনি। জানা গিয়েছে, ট্রেনে সিউড়ি যাচ্ছিলেন ওই বিজেপি নেতা। ভাইরাল ভিডিওতে এসি কোচের দায়িত্বে থাকা একজন অ্যাটেনডেন্টকে মৃন্ময় মজুমদারের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, ‘‘আপনি টিকিট কেটেছেন মানে এই নয় চাদর ব্যাগে ভরে নিতে পারেন।” মৃন্ময় মজুমদারকে ‘সরি সরি’ বলতেও শোনা যাচ্ছে ওই ভিডিওতে। বিজেপি নেতার এহেন কাণ্ডে অবাক ট্রেনের অন্যান্য যাত্রীরাও।

সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে তৃণমূল লিখছে, ‘‘একদিকে মোদী আর শুভেন্দুর সঙ্গে ছবি, অন্যদিকে চুরি। এটাই বিজেপির রাজনীতি।’’ তৃণমূলের কটাক্ষ, ‘‘বিজেপির তথাকথিত ‘সংস্কার’ চাপা পড়ে গেল ট্রেনের কামরায়। মানুষকে পরিষেবা দেওয়া তো দূর, ট্রেনের কামরায় কম্বল চুরি করতে দেখা গেল বিজেপির লিগাল সেলের নেতা মৃন্ময় মজুমদারকে। ভিভিআইপি সেলফি থেকে কম্বল চুরি, এটাই বিজেপির আসল চরিত্র। যারা চোর-মুক্ত ভারতের কথা বলে তারাই চুরি করছে! মিথ্যা কথা, ঔদ্ধত্য আর চুরিতে গা ভাসিয়েছে তারা।’’

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রায়ই দেখা যেত বিজেপি নেতা মৃন্ময় মজুমদারকে। সমাজ মাধ্যমে তার একাধিক ছবিও রয়েছে। মোদীর সঙ্গেও ওই অভিযুক্ত বিজেপি নেতার ছবি রয়েছে। সব মিলিয়ে অস্বস্তিতে গেরুয়া দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen