বাংলার চিকিৎসা ব্যবস্থা দেখে, বাংলার প্রশংসায় পঞ্চমুখ রেলমন্ত্রী
এবার কেন্দ্র সরকারের রেলমন্ত্রীই বাংলা চিকিৎসা ব্যবস্থাকে দরাজ সার্টিফিকেট দিলেন।

খোদ কেন্দ্রীয় মন্ত্রীর প্রশংসা আদায় করে নিল বাংলার চিকিৎসা পরিষেবা। বাংলার চিকিৎসা পরিষেবা নিয়ে প্রায়ই প্রশ্ন তোলে রাজ্য বিজেপি। এবার কেন্দ্র সরকারের রেলমন্ত্রীই বাংলা চিকিৎসা ব্যবস্থাকে দরাজ সার্টিফিকেট দিলেন।
দোমোহনিতে রেল দুর্ঘটনার পরে গুরতর আহতদের মধ্যে ২৯ জনকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শুক্রবার জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে রাজ্যের চিকিৎসা পরিকাঠামো দেখে মুগ্ধ হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ।
দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “এই পরিস্থিতিতে মানবসেবাই একমাত্র লক্ষ্য। হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তা যথেষ্ট ভাল। আমি আশাবাদী এখানে যারা ভর্তি রয়েছেন, স্বাস্থ্যকর্মীদের আন্তরিক চেষ্টায় সুস্থ হয়ে খুব শীঘ্রই তারা বাড়ি ফিরবেন। “
হাসপাতালে গিয়ে আহতদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। চিকিৎসা পরিষেবা বা অন্য কোনও সমস্যা হয়েছে কিনা তা রোগীদের কাছে জানতে চান রেলমন্ত্রী। তবে কোনো রোগীকেই মন্ত্রীর কাছে অভিযোগ করতে শোনা যায়নি। এতেই হাসপাতালের চিকিৎসা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের সুপার, নার্সিং স্টাফ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে রেলমন্ত্রী বলেন, “আপনাদের হাসপাতালের কোনও তুলনা হবে না। আমি হাসপাতাল ও কর্মীদের পরিষেবা দেখেই সত্যিই অভিভূত।”
দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকেই রাজস্থানের বাসিন্দা। রেলমন্ত্রীর ছাড়াও রাজস্থানের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজস্থানের দুই মন্ত্রীও গতকাল আহতদের দেখতে এসেছিলেন। বাংলার চিকিৎসা ব্যবস্থা দেখে তারাও সন্তুষ্ট। রাজস্থানের এক মন্ত্রী গোবিন্দ রাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। এখানে এসে আহতদের সঙ্গে কথা বলেছি। এখানে খুব ভাল চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারের তরফে বিপর্যয় মোকাবিলায় খুব ভাল কাজ হয়েছে।”