উত্তরবঙ্গে আগামী ৫ দিন বৃষ্টি চলবে, গরম থেকে নিষ্কৃতি নেই দক্ষিণবঙ্গে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।

বাংলা নববর্ষের এখনও বেশ কয়েকদিন দেরি। তার আগে আপাতত চৈত্রের রোদে তপ্ত বাংলা। পেট্রল-ডিজেলের মতই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। চড়া রোদে অতিষ্ঠ রাজ্যবাসী। যদিও সন্ধের পর থেকে হাওয়ার দাপটে কিছুটা হলেও স্বস্তি মিলছে। উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের জন্য আপাতত কোনও সুখবর নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আকাশ পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গে উপরের ৫টি জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর, মালদহে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ- দুই জায়গাতেই দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
কলকাতা সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলির আকাশ থাকবে মেঘলা। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর পরিবেশ থাকবে। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস।