শেষ বেলায় পুজোর প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে পারে নিম্নচাপ, আশঙ্কা আবহাওয়া দপ্তরের
একটা নিম্নচাপ কাটতে না কাটতে আরেকটা নিম্নচাপের ভ্রুকুটি।
September 14, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

একটা নিম্নচাপ কাটতে না কাটতে আরেকটা নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহে ফের বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে দুর্গা পুজোর প্রস্তুতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
পুজোর ঢাকে কাঠি পড়তে আর হাতে গোনা কয়েক দিন বাকি। তার আগে ফের নিম্নচাপের খবরে মনখারাপ বাঙালির। দুর্গা প্রতিমার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে যেমন চিন্তিত কুমোরটুলির শিল্পীরা, তেমনি চিন্তিত পুজো উদ্যোক্তারা। গত এক সপ্তাহ ধরে এমনিতেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় কম-বেশি বৃষ্টি হচ্ছে। বিঘ্নিত হচ্ছে পুজোর বাজার। ফলে শেষবেলায় ফের নিম্নচাপের খবরে চিন্তিত ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই।