কালবৈশাখীতে লণ্ডভণ্ড ইডেন, আইপিল ম্যাচ হবে তো?

আগামী ২৪ ও ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ

May 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী ২৪ ও ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ। কিন্তু তার আগে কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে গেল ইডেন। ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে অনেক আগে থাকতেই প্রস্তুতি নিয়েছিল ইডেনকর্তৃপক্ষ। কিন্তু শেষরক্ষা হল না।

শনিবার কালবৈশাখীর কথা ভেবে মাঠ সম্পূর্ণ ঢেকে রাখা হয়েছিল ইডেনে। কিন্তু উড়ে যায় ঢেকে রাখা অংশের অনেকটাই। ভেঙে গিয়েছে প্রেস বক্সের তিনটি কাচও। স্বস্তির কথা, ঢেকে রাখার কারণে উইকেটের কোনও ক্ষতি হয়নি।

ঝড়ের পরে শনিবার ইডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের প্লে-অফের আগে ইডেনকে স্বমহিমায় ফিরিয়ে আনতে চাইছে সিএবি। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া আশাবাদী, ঝড়ের প্রভাব ম্যাচে পড়বে না। তিনি জানান, সোমবার ফের ইডেন পরিদর্শনে আসবেন সৌরভ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen