উত্তর কলকাতার বনেদি বাড়িতে হানা দিল ‘স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ’!

January 11, 2026 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.০০: উত্তর কলকাতার বনেদি বাড়িতে আবারও ‘স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ’-এর তৎপরতা। সাতসকালে সুকিয়া স্ট্রিটের ঐতিহ্যবাহী শ্রীমানি বাড়িতে পুলিশের আনাগোনা ঘিরে কৌতূহল তৈরি হলেও পরে জানা যায়—সবটাই শুটিংয়ের প্রয়োজনে। রাজ চক্রবর্তীর জনপ্রিয় সিরিজ় আবার প্রলয় ২-এর গুরুত্বপূর্ণ একটি পর্বের শুট চলছিল সেখানে।তদন্তের নেতৃত্বে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তবে তিনি একা নন। এই পর্বে তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেতা-রাজনীতিবিদ পার্থ ভৌমিক, খরাজ মুখোপাধ্যায়, রোহন ভট্টাচার্য এবং সৌরসেনী মৈত্র। সিরিজ়ের গল্প অনুযায়ী, একটি ভাড়া বাড়িতে লুকিয়ে থাকা কয়েক জন অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজে সেখানে হাজির হন ‘স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ’-এর আধিকারিকেরা। অভিযোগ, ওই যুবকেরা অপরাধদুনিয়ার সঙ্গে যুক্ত।
পুলিশি লুক ফুটিয়ে তুলতে শাশ্বত, পার্থ ও রোহনের চুলে ছিল স্ক্রু কাট। শুটিংয়ের প্রয়োজনে বাড়তি ওজন ঝরিয়ে আরও ছিপছিপে লুকে ধরা দিয়েছেন তাঁরা। শীতের সকালে কারও গায়ে মোটা জ্যাকেট, কারও পরনে পুলওভার—সব মিলিয়ে বাস্তব আবহ। একাধিক মহড়ার পর কখনও লং শট, কখনও ক্লোজ়আপে দৃশ্য ক্যামেরাবন্দি করেন পরিচালক। জানা গিয়েছে, ওই দিনের শুটিং চলেছে রাত ১০টা পর্যন্ত।
এই পর্বে বাড়ির মালিকের ভূমিকায় অভিনয় করছেন বলরাম পাণ্ডে, তাঁর সহকারী চরিত্রে রয়েছেন রিমিল সেন। শুধু শ্রীমানি বাড়িতেই নয়, শুটিং হয়েছে সুকিয়া স্ট্রিট বাজারেও। বাড়ির উপরতলায় খানাতল্লাশির দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়, যা গল্পে বড় মোড় আনতে চলেছে।
পরিচালক রাজ চক্রবর্তী এর আগে বানতলা, ব্যারাকপুর-সহ শহরের একাধিক এলাকায় ‘আবার প্রলয় ২’-এর শুটিং সেরেছেন। গত নভেম্বর থেকে শুরু হয়েছে কাজ। শোনা যাচ্ছে, আগের কিস্তির মতোই এই সিজ়নেও থাকছেন সায়নী ঘোষ ও পরান বন্দ্যোপাধ্যায়।
আরও খবর, প্রথম কিস্তিতে যেমন সুন্দরবন ঘিরে নারীপাচার চক্রের ভয়াবহ চিত্র উঠে এসেছিল, ‘আবার প্রলয় ২’-এ সেই অপরাধজগতের গল্প আরও বিস্তৃত ও তীব্র রূপে ধরা পড়বে। ক্যামেরার দায়িত্বে রয়েছেন মানস গঙ্গোপাধ্যায়, প্রযোজনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সব মিলিয়ে, উত্তর কলকাতার বনেদি শ্রীমানি বাড়ির অলিগলি, সুকিয়া স্ট্রিটের কোলাহল আর পুলিশের টানটান তদন্ত—সবকিছু মিলিয়ে ‘আবার প্রলয় ২’-এর এই পর্ব দর্শকদের নিয়ে যাবে অপরাধজগতের আরও গভীরে। একের পর এক রহস্য, অজানা সত্যের মুখোমুখি দাঁড়িয়ে ‘স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ’ কতটা এগোতে পারে, সেটাই এখন দেখার। আগের কিস্তির মতোই এই সিজ়নেও সমাজের অন্ধকার দিক তুলে ধরতে প্রস্তুত সিরিজ়টি—আর সেই অন্ধকারের মধ্যেই লুকিয়ে রয়েছে নতুন প্রলয়ের আগাম ইঙ্গিত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen