সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে, পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদেও রদবদল

রাজশেখরনের পরিবর্তে কাকে এডিজি সিআইডি তথা রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান পদে আনা হবে, তা এখনও নবান্ন জানায়নি।

December 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে, গ্রাফিক: মানস মোদক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান তথা এডিজি সিআইডি আর রাজশেখরনকে তাঁর পদ থেকে সরানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজশেখরনকে তাঁকে এডিজি আইজিপি ট্রেনিং পদে পাঠানো হল। রাজশেখরনের পরিবর্তে কাকে এডিজি সিআইডি তথা রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান পদে আনা হবে, তা এখনও নবান্ন জানায়নি।

একই সঙ্গে পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদেও রদবদল হয়েছে বলে খবর। এডিজি ট্রেনিং পদে ছিলেন দময়ন্তী সেন। তাঁকে এডিজি (পলিসি) পদে পাঠানো হয়েছে। আবার ওই পদে থাকা আর শিবকুমারকে দেওয়া হয়েছে এডিজি (ইবি)-র দায়িত্ব। এডিজি (ইবি) পদে থাকা আইপিএস কর্তা রাজীব মিশ্রকে আনা হয়েছে এডিজি মডার্নাইজ়েশন পদে।

গত কয়েক দিন ধরেই নানা ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী। বাইরের রাজ্য থেকে অস্ত্র, সমাজবিরোধীরা কী ভাবে রাজ্যে প্রবেশ করছে, পুলিশের কাছে কেন তথ্য থাকছে না, সেই প্রশ্ন তুলছিলনে অনেকেই। প্রশাসনের অনেকের মতে, সব কিছুকে মিলিয়েই মুখ্যমন্ত্রী খোলনলচে বদলের কথা বলেছিলেন। উল্লেখ্য নভেম্বরের তৃতীয় সপ্তাহেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সিআইডির খোলনলচে বদল করবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen