চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে আইপিএলের লিগ টেবিলে দু নম্বরে উঠে এলো রাজস্থান
এর আগে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান তুলেছিল ধোনির চেন্নাই সুপার কিংস।

১৫১ রান করে চেন্নাইয়ের বিরুদ্ধে জেতার উদ্দেশ্যে ব্যাট করতে নামে রাজস্থান। ৩৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন যশস্বী জসওয়াল। তিনি আউট হন ৫৯ রান করে। কিন্তু ২৩ বলে ৪০ রান করে জয় এনে দেন অশ্বিন। দুই বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে যায় রাজস্থান।
এর আগে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান তুলেছিল ধোনির চেন্নাই সুপার কিংস। প্লে অফের ছবি নিজেদের জায়গা পোক্ত করতে রাজস্থান রয়্যালসকে তুলতে হত ১৫১ রান। আজ ৯৩ রান করে আউট মইন আলী। সেঞ্চুরি হাতছাড়া হয় শেষ ওভারে আউট হয়ে। ২৬ রান করে আউট হন মহেন্দ্র সিং ধোনি। তারা ছাড়া চেন্নাইয়ের কোনও ব্যাটারই রাজস্থানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি।
আজকের ম্যাচের আগে অবধি রাজস্থান ৮টি ম্যাচে জিতেও ৫টিতে হেরে লিগ টেবলের তিন নম্বরে ছিল। আজকের পর লখনৌকে টপকে দু নম্বর উঠে এলো তারা।