রাজীব দলে ফেরায় ক্ষুব্ধ কল্যাণ, দাগলেন তোপ

সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগের বক্তব্য় তুলে ধরলেন তৃণমূল সাংসদ।

October 31, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা নিয়ে এবার বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগের বক্তব্য় তুলে ধরলেন তৃণমূল সাংসদ। তাঁর সাফ কথা, আগাগোড়া দুর্নীতিগ্রস্ত একজন লোককে কেন দলে ফের নেওয়া হল জানি না। তিনি বলেন, ‘মমতাদি নির্বাচনী প্রচারে ডোমজুড়ে বলেছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তিন চারটে বাড়ি আছে গড়িয়াহাটে, তার টাকার লেনদেন চলছিল দুবাইতে, তাসত্ত্বেও কেন নেওয়া হল সেটা শীর্ষ নেতৃত্বরা বলতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলের কোনও কর্মীর মনে আঘাত দিয়ে বিশ্বাসঘাতককে দলে ফেরত নেওয়া হবে না। আমি একজন দলের কর্মী। তৃণমূলে থাকতে হলে দলের শীর্ষ নেতারা যে সিদ্ধান্ত নেবেন তা মানতে হবে। তবে আমি জানি না এরকম একটা টপ টু বটম কোরাপটেড লোককে কেন দলে জয়েন করানো হল।’ এভাবে সরাসরি প্রশ্ন তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।’ 

তবে তৃণমূলে ফেরা নিয়ে রাজীবের সাফাই, ‘কোথাও হয়তো ভুল করেছিলাম, স্বীকার করছি। একটা অভিমানে হয়তো জেদের বশে, রাগের বশে, সেদিনও মমতা বন্দ্য়োপাধ্যায় মানা করেছিলেন, অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সেদিন আধ ঘণ্টা ধরে বুঝিয়েছিলেন, কিন্তু আমি সত্য়ি বলছি আমি লজ্জিত, অনুতপ্ত।আমার ভুল স্বীকার করছি। সেদিন যদি তাঁদের কথা শুনতাম তবে আগামী দিনের দিশা আরও ভালো করে দেখতে পেতাম।’ বলছেন রাজীব। তবে প্রশ্ন উঠছে রাজীবের দলের ফেরা নিয়ে কল্যান বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলে দিয়েছেন তাকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল দলের অন্দরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen