দুয়ারে ভাই-বোনের উৎসব, এবারে বাজার মাতাচ্ছে পিপুল পাতার রাখি

পাতা শুকিয়ে, রঙ দিয়ে ডাই করে এই বিশেষ ধরনের রাখি তৈরি হয়েছে। অল্পবয়সিদের ঝোঁক লাইট জ্বলা, ছোটা ভীম, ডোরেমন, আয়রন ম্যান রাখির দিকে।

August 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৮: আগামী শনিবার রাখি পূর্ণিমা। ভাই-বোনের এই উৎসবকে ঘিরে দেদার বিকোচ্ছে নানা রকমের রাখি। এবছরের নয়া আবিষ্কার ‘পিপুল পাতার রাখি’। পাতা শুকিয়ে, রঙ দিয়ে ডাই করে এই বিশেষ ধরনের রাখি তৈরি হয়েছে। অল্পবয়সিদের ঝোঁক লাইট জ্বলা, ছোটা ভীম, ডোরেমন, আয়রন ম্যান রাখির দিকে।

রাখি পূর্ণিমার সপ্তাহখানেক বাকি এবার বাজার চাঙ্গা বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। বড়বাজার-ক্যানিং স্ট্রিটজুড়ে এখন শেষ মুহূর্তের কেনাবেচা চলছে। ব্যবসায়ীরা বলছেন, রাখির বিক্রি তো আছেই। এ বছর পিপুল পাতার রাখি বেশ ভাল বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে এর দর ১০ থেকে ১৫ টাকা।

বাচ্চারা নিচ্ছে ডোরেমন, আয়রন ম্যান, ছোটা ভীম, মোটু পাতলু। সঙ্গে রয়েছে রকমারি লাইট জ্বলা রাখি। সুইচ টিপলে জ্বলে উঠবে লাইট। পাইকারি বাজারে দাম ২০ থেকে ২৫ টাকা। জগন্নাথ-বলরাম-শুভদ্রার ছবি দেওয়া রাখিও ভাল বিক্রি হচ্ছে এবছর। মোদী, মমতার ছবি দেওয়া রাখিও বিক্রি হচ্ছে। নতুন ডিজাইনের রাখি পাশাপাশি ট্র্যাডিশনাল ডিজাইনের দিকেও লোকের নজর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen