খাদ্য সাথী কুপনে ডিসেম্বর অবধি রেশন

ডিজিটাল রেশন কার্ডের যে নম্বরটি হবে সেটি কুপনে দেওয়া হয়।

June 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিশেষ খাদ্যসাথী কুপন (Khadya Sathi Coupon) ব্যবহার করে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত রেশন দোকান থেকে খাদ্য সংগ্রহ করা যাবে। খাদ্যদপ্তর এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। এর আগের নির্দেশিকা অনুযায়ী খাদ্যসাথী কুপন জুন মাস পর্যন্ত কার্যকরী ছিল। গত বছর করোনা পরিস্থিতির জন্য লকডাউন ঘোষণার পর স্পেশাল কুপন চালু করে খাদ্যদপ্তর। তখন প্রচুর সংখ্যক মানুষ ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করে তা পাওয়ার অপেক্ষায় ছিলেন। লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) গ্রাহকের বাড়িতে স্পিডপোস্টে পৌঁছনোর প্রক্রিয়া থমকে যায়। এই পরিস্থিতিতে রেশন গ্রাহকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিজিটাল রেশন কার্ড অনুমোদিত হলেও সেটি অনেকে হাতে পাননি। তাঁদের জন্য বিশেষ কুপন ইস্যু করা হয়।

ডিজিটাল রেশন কার্ডের যে নম্বরটি হবে সেটি কুপনে দেওয়া হয়। পুরসভা ও পঞ্চায়েতের মাধ্যমে বিশেষ কুপন পৌঁছে দেয় খাদ্যদপ্তর। পরবর্তীকালে স্পেশাল কুপন (Special Coupon) আরও ইস্যু হয়। সাদা রেশন কার্ড রয়েছে এমন গ্রাহকরা ডিজিটাল কার্ডের জন্য আবেদন করলে তাদেরও কুপন দেওয়া হয়। রেশন গ্রাহকরা পরবর্তীকালে ডিজিটাল কার্ড পেতে শুরু করলে তাদের কুপনগুলি বাতিল হয়ে যায়। কিন্তু এখনও অনেকে ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি। তাই ওই গ্রাহকদের জন্য ডিসেম্বর মাস পর্যন্ত কুপন কার্যকর রাখা হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen