বিনা ইন্টারনেটে ই-পেমেন্টের সুবিধা, উদ্যোগ আরবিআইয়ের
তা সফল হলেই বাজারে আসবে এই দুই পরিষেবা, যা কোনওরকম ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। উপকৃত হবেন লক্ষ লক্ষ ক্রেতা।

নগদ টাকায় কেনাকাটার বদলে ডিজিটাল পেমেন্টের উপর বেশি জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ক্রেতা বা সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে দরকার ইন্টারনেট সংযোগ। কিন্তু এখনও বহু জায়গায় সেই সুবিধা বা সুযোগ নেই। তাই ইন্টারনেট ছাড়াই যাতে ডিজিটাল পেমেন্ট করা যায়, তার উদ্যোগ নেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। এবার তারা খাতায়-কলমে সেই কাজ শুরু করল। পরীক্ষামূলকভাবে চালু হল দু’টি পরিষেবা। তাদের নাম ‘ইরুপেয়া’ এবং ‘প্যায়সে’। তা সফল হলেই বাজারে আসবে এই দুই পরিষেবা, যা কোনওরকম ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। উপকৃত হবেন লক্ষ লক্ষ ক্রেতা।
ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়াও বাজারে বহু রকমের ই-পেমেন্ট (E-payment) বা ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা আছে। কিন্তু আরবিআইয়ের বক্তব্য, এখনও বহু মানুষ এমন ফোন ব্যবহার করেন, যাতে ইন্টারনেট সংযোগ নেই। ফিচার ফোন, অর্থাৎ স্মার্ট নয়, এমন ফোন ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নেই বহু গ্রাহকের। স্মার্ট ফোন থাকলেও, নেট সংযোগ থাকে না অনেক ক্ষেত্রেই। গ্রামে এটা এখন বড় সমস্যা। শুধুমাত্র ইন্টারনেট সংযোগ ভালো না হওয়ার কারণে লেনদেন বা পেমেন্ট বাতিল হয়ে যাওয়ার ঘটনাও ঘটে অহরহ। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
অফলাইন পরিষেবা দিতে প্রযুক্তি আনার জন্য মোট ৩২টি সংস্থা আবেদন করে আরবিআইয়ের কাছে। তার মধ্যে ছ’টি সংস্থাকে বেছে নেয় তারা। তার মধ্যে আপাতত দু’টি সংস্থা পরীক্ষামূলকভাবে চালু করছে দু’টি পরিষেবা। রাজস্থানের একটি সফটওয়্যার সংস্থা যে কৌশল সামনে এনেছে, তার নাম ইরুপেয়া। এটি ডেবিট কার্ডের মতোই একটি কার্ড, যা প্রিপেড কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। যেভাবে কেনাকাটা করতে গেলে সাধারণ মানুষ পয়েন্ট অব সেল বা পিওএস-এ লেনদেন করেন, এটিও তাই। এক্ষেত্রে শুধু ইন্টারনেট সংযোগের কোনও প্রয়োজন নেই। মূলত ক্রেতা ও ব্যবসায়ী, বলা ভালো দোকানিরা এই পদ্ধতিতে লেনদেন করতে পারবেন।
দিল্লির একটি সফটওয়্যার সংস্থা চালু করছে ‘প্যায়সে’। এটি একটি ডিজিট্যাল ক্যাশ পেমেন্ট সিস্টেম, যা ই-লেনদেন করতে পারবে। মূলত মোবাইল ফোন থেকেই তা করা যাবে। যেহেতু গ্রামীণ গ্রাহকদের দিকে তাকিয়েই এই পরিষেবা চালু হচ্ছে, তাই পরীক্ষামূলকভাবে তা শুরু হবে স্বনির্ভর গোষ্ঠীর লেনদেনের মধ্যে দিয়ে। কয়েকটি গোষ্ঠীর মধ্যে প্যায়সে’র মাধ্যমে লেনদেন যদি সফল হয়, তাহলে তা সর্বত্র চালু করা হবে বলে জানা গিয়েছে।
দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল লেনদেনের হার। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার হিসেব বলছে, গত মাসে, অর্থাৎ অক্টোবরে মোট ১৫ লক্ষ ১৬ হাজার ৪১৬ কোটি টাকার ডিজিটাল লেনদেন হয়েছে। এদিকে, তার আগের মাসে, অর্থাৎ সেপ্টেম্বরে মোট লেনদেন হয়েছে ১৩ লক্ষ ৫৪ হাজার ৫৬২ কোটি টাকার। এর থেকেই বোঝা যাচ্ছে প্রতিদিন কীভাবে জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন। ই-পেমেন্টের ক্ষেত্রে ক্রেতাদের হরেক আর্থিক সুবিধা দিচ্ছে নানা সংস্থা। মিলছে নানা অফার। সেই সুযোগ নিতেও বহু মানুষ ডিজিটাল লেনদেনে ঝুঁকছেন। অফলাইন (Off Line) বা ইন্টারনেট সংযোগ ছাড়া ডিজিটাল ব্যবস্থা চালু হলে আরও বেশি সংখ্যক মানুষ নগদবিহীন লেনদেনে ঝুঁকবেন বলে আশা করা হচ্ছে।