বাড়ছে এটিএম থেকে টাকা তোলার চার্জ, সবুজ সঙ্কেত রিজার্ভ ব্যাঙ্কের

আগে এই ফি ছিল ২০ টাকা। এবার তা বাড়িয়ে ২১ টাকা করা হয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।

June 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আমজনতার পকেটে আরও চাপ পড়তে চলেছে। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে এটিএম ব্যবহারের চার্জ বাড়াতে সিলমোহর দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (The Reserve Bank of India) (আরবিআই)। বাড়ছে ইন্টারচেঞ্জ ফি-ও। এর ফলে, মাসে নির্দিষ্ট সংখ্যক শুল্কহীন এটিএম লেনদেনের (ফিনান্সিয়াল ও নন ফিনান্সিয়াল) পর যে অতিরিক্ত টাকা কাটা হত, তা বাড়বে। আগে এই ফি ছিল ২০ টাকা। এবার তা বাড়িয়ে ২১ টাকা করা হয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।

বর্তমানে গ্রাহকরা তাঁদের ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারেন। এর বাইরে মেট্রো শহরে অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে তিন বার এবং নন-মেট্রো শহরে পাঁচ বার বিনামূল্যে লেনদেন করতে পারেন। একইসঙ্গে এটিএম লেনদেনের জন্য ‘ইন্টারচেঞ্জ ফি’-ও বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, অন্য ব্যাঙ্কের এটিএম-এ আর্থিক লেনদেনের জন্য এখন থেকে ১৭ টাকার ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। আগে তা ছিল ১৫ টাকা। পাশাপাশি নন-ফিনান্সিয়াল লেনদেনের জন্য ইন্টারচেঞ্জ ফি পাঁচ টাকার পরিবর্তে ছ’টাকা করে দিতে হবে। আগামী ১ আগস্ট থেকে এই নীতি কার্যকর হবে। প্রসঙ্গত, অন্য ব্যাঙ্কের এটিএম থেকে কেউ যদি টাকা তোলেন, তাহলে ওই ব্যাঙ্ককে সংশ্লিষ্ট গ্রাহকের ব্যাঙ্ক একটি নির্দিষ্ট ফি প্রদান করেন। এটিকে এটিএম ইন্টারচেঞ্জ ফি বলা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen