উইমেন্স প্রিমিয়ার লিগ জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মেয়েদের
রবিবার প্রথমে ব্যাট করে দিল্লি।
March 18, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরাট পারেননি কিন্তু আইপিএল জিতলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মেয়েরা। দ্বিতীয় বছরেই মেয়েদের আইপিএল অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগ জিতে নিল আরসিবি। দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে হারাল তাঁরা। বাংলার রিচা ঘোষ চার মেরে ট্রফি ঘরে তুললেন।
রবিবার প্রথমে ব্যাট করে দিল্লি। ১১৩ রানে অল আউট হয়ে যায় দিল্লি। শ্রেয়াঙ্কা পাটিল একাই ৪ উইকেট তুলে নেন। ২ উইকেট নেন আশা সোভানা। রান তাড়া করতে নেমে আরসিবির অধিনায়ক মন্ধানা (৩১) এবং সোফি ডিভাইন (৩২) করেন। তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে নেন রিচারা।