রি-ওপেনিং- ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু সিনেমা হল

স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার প্রকাশিত গাইডলাইনে জানিয়েছে, ১৫ অক্টোবরের পর থেকে চালু হয়ে যাচ্ছে সিনেমা, থিয়েটার, মাল্টিপ্লেক্স।

October 1, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

উৎসবের মরশুমের আগেই স্বাভাবিক হয়ে যাচ্ছে প্রায় সামগ্রিক জনজীবন। তবে লোকাল ট্রেন নিয়ে কোনও স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার প্রকাশিত গাইডলাইনে জানিয়েছে, ১৫ অক্টোবরের পর থেকে চালু হয়ে যাচ্ছে সিনেমা, থিয়েটার, মাল্টিপ্লেক্স। তবে সেক্ষেত্রে ৫০ শতাংশ আসনেই দর্শকশ্রোতাকে প্রবেশের অনুমোদন দেওয়া হবে। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সমাবেশে এবার থেকে ১০০ জনের বেশি সংখ্যায় জনসমাবেশ করা যাবে। তবে বদ্ধ কোনও অডিটরিয়াম অথবা প্রেক্ষাগৃহে এরকম অনুষ্ঠান হলে ২০০ জনের মধ্যেই রাখতে হবে সমাবেশ। সুতরাং আসন্ন বিহারের ভোটপ্রচার, দুর্গাপুজো, বিবাহ, শ্রাদ্ধ, জন্মদিনের মতো অনুষ্ঠান খোলা স্থানে আয়োজিত হলে ১০০ জনের বেশি মানুষের সমাবেশ করায় আর সরকারি নিষেধাজ্ঞা নেই। এছাড়া ১৫ অক্টোবরের পর স্কুল, টিউটোরিয়াল খোলার ক্ষেত্রেও সবুজ সঙ্কেত দিল কেন্দ্র। এই সিদ্ধান্ত ধাপে ধাপে কীভাবে কার্যকর করা হবে, সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

তবে এখনই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পড়াশোনার ক্লাস চালু হবে না। কবে হবে, তা উচ্চশিক্ষা মন্ত্রক জানাবে শীঘ্রই। কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার কেন্দ্রে একমাত্র গবেষণা, পিএইচডি ও প্রযুক্তিগত কোর্সের ক্ষেত্রেই ক্লাস করা যাবে। স্কুল চালু হওয়ার নিয়মকানুন রাজ্যগুলি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই স্থির করবে। অভিভাবকদের সম্মতিপত্র হাতে নিয়েই স্কুলে আসতে হবে ছাত্রছাত্রীদের। তবে যে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস চালিয়ে যেতে চাইবে, তাদের সেই অনুমতি দিতে হবে। সবথেকে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হল, স্কুল চালু হলেও উপস্থিতি নিয়ে আর কড়াকড়ি করা যাবে না। অর্থাৎ অভিভাবক ও পড়ুয়াদের উপরই নির্ভর করবে স্কুলে আসা। এর পাশাপাশি চালু হয়ে যাচ্ছে বিনোদন পার্কও। তবে সুইমিং পুল শুধুমাত্র ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্যই চালু হবে। সাধারণের সাঁতার এখনও বন্ধ। নতুন গাইডলাইনকে ‘আনলক-৫’ বলা হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন টার্ম, ‘রি-ওপেনিং!’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen