বিদেশের মাটিতেও স্বীকৃতি! মমতাকে ডি’লিট দিচ্ছে জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৯: দীর্ঘ রাজনৈতিক পথচলা, সংগ্রাম, বিতর্ক আর সাফল্যে ভরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন আবারও এক নতুন অধ্যায় স্পর্শ করতে চলেছে। এবার বিদেশ থেকে আসছে বিশেষ স্বীকৃতি। সূত্রের খবর, জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি’লিট উপাধি প্রদান করা হবে। জানা গিয়েছে, আগামী ১২ বা ১৩ নভেম্বর কলকাতার ‘ধনধান্যে’ প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এসে মুখ্যমন্ত্রীকে সম্মানিত করবেন।
এর আগেও একাধিক বার একই সম্মান পেয়েছেন তিনি—২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় এবং ভুবনেশ্বরের ক্যালিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (KIIT) তাঁকে সাম্মানিক ডক্টরেট দিয়েছে। সমালোচকদের এক সময়ের প্রশ্নের জবাব যেন তাঁর প্রতিটি সাফল্যই আরও স্পষ্টভাবে দিয়েছে।
রাজনীতির পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি এবং সমাজকল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানকে সম্মান জানাতেই ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এই আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে রাজ্যের গর্ব বাড়াবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে যোগ করবে আরও এক উজ্জ্বল পালক।
চলতি সপ্তাহেই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এই ঐতিহাসিক সম্মাননা অনুষ্ঠান।