বইমেলায় হিট ইনডোর প্লান্ট! দেদার বিকোচ্ছে ঘরে রাখার গাছ

বইমেলায় স্টল দিয়েছে বন দপ্তর ও বন উন্নয়ন নিগম।

January 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বইয়ের পাশাপাশি দেদার বিকোচ্ছে ইনডোর প্লান্ট। বইমেলায় স্টল দিয়েছে বন দপ্তর ও বন উন্নয়ন নিগম। সেখানেই বিভিন্ন আকৃতির ইনডোর ও আউটডোর প্লান্ট বিক্রি করছে বন দপ্তর।
বিভিন্ন মাপের সেরামিকের টবে রংবেরঙের গাছ বিক্রি হচ্ছে। ছাদবাগান আর ইনডোর প্লান্ট দিয়ে ঘর সাজানোর এখন বাঙালির প্রিয় শখে পরিণত হয়েছে।

পাশাপাশি স্টল দিয়েছে দপ্তর ও নিগম। উন্নয়ন নিগমের স্টলে গাছপালার পাশাপাশি মধু, কাঠের জিনিসপত্র, জন্তু জানোয়ারদের রেপ্লিকা ইত্যাদি রাখা রয়েছে। জানা যাচ্ছে, প্রতি দিন দু’টো স্টল মিলিয়ে প্রায় ১০ হাজার টাকার গাছ বিক্রি হচ্ছে। গাছগুলোর দাম ২০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। বেগমবাহারের মতো ফুলগাছ, লক্ষ্মীকমল, ব্লিডিং হার্ট ফুল ইত্যাদি বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বিক্রি লাল চন্দন ও সাদা চন্দন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen